শয়তান ও শয়তানের শয়তানি কেমন?
‘ঠাকুর মানি ঠাকুরের আত্মজ মানি না’
এই ভয়ঙ্কর উদ্ধত মনোভাব যেমন!
কেন এমন মনোভাব?
‘দে মা লণ্ডভণ্ড ক’রে, লুটেপুটে খায়’
অন্তরে আছে লুকিয়ে আসল এই ভাব!
শয়তানের জানো শয়তানী কৃষ্টি?
প্রধান উপমা জেনো,
শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি!
শয়তানের দেখেছো রকমসকম?
ঠাকুর প্রীতির তীব্র বকবকম!
শয়তানের জ্ঞানের দৌড় কতদূর?
বেছে বেছে ছেটায় ঠাকুর বাণীর রোদ্দুর!
শয়তানের ঠাকুরের প্রতি কেমন ভালোবাসা?
ঠাকুরের আত্মজদের উদোম গালাগালি খাসা!
শয়তানের শয়তানির কি পরিচয়?
মূল স্রোত থেকে বেরিয়ে শাখা প্রশাখা যেমন বয়!
( ১৪ই এপ্রিল, ২০১৮ )
No comments:
Post a Comment