ফেসবুকের আমার সৎসঙ্গী ও অ-সৎসঙ্গী নারী-পুরুষ বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথাঃ
ফেসবুকে অনেকের সঙ্গে অনেকের পরোক্ষ পরিচয় হয় যাকে ফেসবুক ফ্রেন্ড বলা হয় কিন্তু তাকে সঙ্গে সংগেই ফ্রেন্ড বলা যায় না। ফ্রেন্ড হ'তে একটু সময় লাগে। সামনা সামনি দেখা সাক্ষাৎ, কথাবার্তা ও আলাপ-পরিচয় না হ'লেও ফেসবুকে কথাবার্তার ধরণ প্রমাণ ক'রে দেয় কার উদ্দেশ্য কি। যদিও এক্ষেত্রেও বিচারে ভুল হয়। মানুষ গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে দ্রুত রঙ বদলায়। সাবধান। একটা অপরিচিত মানুষ আর একজন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার সময় উভয়ের কথাবার্তার সীমা লঙ্ঘনের ব্যাপারে সতর্ক থাকা দরকার। এটা কাউকে শিখিয়ে দিতে হয় না। এটা মানসিক সুস্থতা ও সভ্যতার লক্ষণ প্রমাণ দেয়। নারীর ক্ষেত্রে যেমন পুরুষকে বিশেষ সতর্ক থাকতে হয় ঠিক তেমনি পুরুষের ক্ষেত্রেও নারীকে ঠিক তেমনি সতর্ক থাকতে হয়। উভয়ের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য। অপরিচিত মহিলাদের সঙ্গে কথা বলার সময় যে পুরুষ 'কি করছো? কি খেয়েছ? কখন ঘুমাবে? ইত্যাদি' ফেসবুকে, মেসেঞ্জারে ব্যক্তিগত স্তরের কথা বলে ও ফোন ক'রে বসে তাদের উদ্দেশ্য সহজেই অনুমেয়। একই কথা বিপরীত দিক দিয়েও প্রযোজ্য। এতে পুরুষ নারী উভয়েই ফাঁদে পড়ে। এ ধরণের সম্পর্ক থেকে সাবধান থাকা উচিত।
এসব ক্ষেত্রে প্রথমেই সম্পর্ক ছিন্ন করুন। অযাচিতভাবে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহীকে প্রশ্নশুন্য মনে আনফ্রেন্ড করুন কিংবা ব্লক করুন। অহেতুক কথা বাড়ানোর কোনও সুযোগ কাউকেই দেওয়া থেকে বিরত থাকুন।
বিশেষ ক'রে নারীর ক্ষেত্রে 'নারীর নীতি' গ্রন্থে নারীর দায়িত্ব ও করণীয় কর্তব্য এবং পুরুষের চরিত্র সম্বন্ধে পরিষ্কার ছবি শ্রীশ্রীঠাকুর তুলে ধরেছেন। যে নারী শ্রীশ্রীঠাকুরের 'নারীর নীতি' গ্রন্থের ১৮২টি বাণী অধ্যয়ন করবে এবং বাণীর মধ্যে পুরুষের চরিত্র সম্বন্ধে নারীকে সতর্ক ক'রে যে বাণীগুলি গ্রন্থে দেওয়া আছে সেই বাণী যে নারী পড়ে নেবে সে দীক্ষিত বা অদীক্ষিত যে নারীই হ'ক না কেন আমৃত্যু সমগ্র জীবনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, পারিপার্শ্বিক সমাজ জীবনে কিভাবে চলতে হবে তা জেনে যাবে। শ্রীশ্রীঠাকুরের 'নারীর নীতি' গ্রন্থে পুঙ্খানুপুঙ্খভাবে তা' দেওয়া আছে; এবং তাকে পৃথিবীর কোনও অসাধারণ ক্ষমতাসম্পন্ন, ব্যক্তিত্ববান, সৌন্দর্যবান, জ্ঞানবান, অর্থে বলশালী পুরুষ সে সৎসঙ্গী বা অ-সৎসঙ্গী, দীক্ষিত বা অদীক্ষিত যে পুরুষই হ'ক না কেন বোকা বানাতে পারবে না। এইখানেই পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম বিশেষত্ব।
যদি সমাজের দরিন্দা পুরুষদের হাত থেকে হে নারী নিজে বাঁচতে চাও এবং মা-বোন- কন্যা সন্তানকে বাঁচাতে চাও তবে The greatest phenomenon, The greatest wonder of the world শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের 'নারীর নীতি ও 'নারীর পথে' গ্রন্থ সঙ্গে রাখো আর পড়ে নাও; নিজে সতর্ক ও খোলা চোখে থাকো ও অন্যকেও চোখ খুলতে সাহায্য করো।
( লেখা ২০শে ফেব্রুয়ারী, ২০২৪ )
No comments:
Post a Comment