ঘরে ঘরে প্রভুর আসন সাজাও মা।
বসন্ত এলো আজ কৃষ্ণ-রাধামা
রঙে রঙে হ'লো লালীমা!
জগতজননী তুমি লক্ষ্মী মা।
রামের ঘরণী তুমি সীতা মা।
কৃষ্ণের ঘরণী তুমি রুক্মিণী মা,
জগতজননী তুমি লক্ষ্মী মা।
বসন্ত এলো আজ তুমি যশোধরা মা!
রঙে রঙে হ'লো লালীমা!
জগতজননী তুমি খাদিজা মা
মহম্মদের ঘরণী তুমি লক্ষ্মী মা।
বসন্ত এলো আজ তুমি লক্ষ্মীপ্রিয়া মা।
মহাপ্রভুর ঘরণী তুমি লক্ষ্মী মা।
জগতজননী তুমি সারদা মা।
রামকৃষ্ণের ঘরণী তুমি লক্ষ্মী মা।
বসন্ত এলো আজ শ্রীশ্রীঠাকুর-বড়মা,
রঙে রঙে হ'লো লালীমা!
জগতজননী তুমি লক্ষ্মী বড়মা ,
তোমায় ছাড়া আর কিছুই চাই না।
জগতজননী তোমরা লক্ষ্মী মা,
ঘরে ঘরে তোমরাই লক্ষ্মী মা।।
জগতজননী তোমরা লক্ষ্মী মা
রঙে রঙে আজ হ'লে লালীমা।
( লেখা ২৫শে মার্চ,২০২৪)
বসন্ত এলো আজ কৃষ্ণ-রাধামা
রঙে রঙে হ'লো লালীমা!
জগতজননী তুমি লক্ষ্মী মা।
রামের ঘরণী তুমি সীতা মা।
কৃষ্ণের ঘরণী তুমি রুক্মিণী মা,
জগতজননী তুমি লক্ষ্মী মা।
বসন্ত এলো আজ তুমি যশোধরা মা!
রঙে রঙে হ'লো লালীমা!
জগতজননী তুমি খাদিজা মা
মহম্মদের ঘরণী তুমি লক্ষ্মী মা।
বসন্ত এলো আজ তুমি লক্ষ্মীপ্রিয়া মা।
মহাপ্রভুর ঘরণী তুমি লক্ষ্মী মা।
জগতজননী তুমি সারদা মা।
রামকৃষ্ণের ঘরণী তুমি লক্ষ্মী মা।
বসন্ত এলো আজ শ্রীশ্রীঠাকুর-বড়মা,
রঙে রঙে হ'লো লালীমা!
জগতজননী তুমি লক্ষ্মী বড়মা ,
তোমায় ছাড়া আর কিছুই চাই না।
জগতজননী তোমরা লক্ষ্মী মা,
ঘরে ঘরে তোমরাই লক্ষ্মী মা।।
জগতজননী তোমরা লক্ষ্মী মা
রঙে রঙে আজ হ'লে লালীমা।
( লেখা ২৫শে মার্চ,২০২৪)
No comments:
Post a Comment