Powered By Blogger

Friday, April 5, 2024

কবিতাঃ নোতুন জন্ম হ'লো।

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও প্রতীক গুরু বংশধর।
আচার্য পরম্পরায় দয়াল প্রভু আমার হন আবির্ভূত নিরন্তর।
দেখবি যদি আয় দেওঘরেতে আয়, দয়াল সেথায় আছেন বসে
নিত্য নিত্য নূতন রূপে, রামধনুর সাত রঙা রঙ সেথায় খেলে,
চোখের মাঝে বিজলি জ্বলে! দেখো ঐ চোখের পানে চেয়ে,
আহা চোখ তো নয় যেন হীরে! মণিমুক্তো পড়ে ঝরে ঝরে,
ঐ চোখের পানে চেয়ে প্রাণ পাখি বলে এবার যাবো উড়ে।
আ-হা চোখ তো নয় যেন হীরে।
কি যে করি হায় ভেবে না পাই এবার বুঝি ডুবেই যায়!
কি যে করি হায় ভেবে না পাই পথ হারিয়ে মরি যে হায়!
কে আছো ভাই কোথায় বাঁচাও আমায়
ঐ চোখের মাঝে আমার সত্ত্বা হারায়।
চোখ সাগরে ডুবে ডুবে হাবুডুব খেতে খেতে
ঐ চোখ সাগরে ডুবে ডুবে মরি আমি দিনেরাতে
এই জন্ম আমার হারিয়ে গেল
ঐ চোখের মাঝে আমার নোতুন জন্ম হ'লো।।

( লেখা ২১শে মার্চ', ২০২৪ )

No comments:

Post a Comment