বয়স ও একাকীত্ব জেনো অভিশাপ,
পুন্যাত্মার কাছেও তা পাপ।
সাবধান! মনে রেখো,
প্রৌঢ়ত্ব ও বার্ধক্য সময়ের দাবী
নিজের ও অপরের কাছে বোঝা
জীবন খায় তখন খালি খাবি।
ভুলে যেও না,
সময় থেমে যায় জীবন সূর্য গেলে
বয়সের আড়ালে অস্তাচলে।
অবহেলা উপেক্ষা করে গ্রাস
সকাল থেকে রাত প্রাপ্তি উপহাস।
তখন,
প্রাজ্ঞের অভিজ্ঞতা, উপলব্ধি মূল্যহীন তখন,
যৌবনের ঘোড়া চলে লাগামহীন যখন।
আর,
শরীর-মন হয় খিন্ন যখন হয় বৃদ্ধ;
তখন আত্মার গতি হয় রুদ্ধ।
তখন আত্মার গতি হয় রুদ্ধ।
তাই তো বলি,
হে যৌবন,
প্রিয়পরমের সাথে হ'য়ে যুক্ত
ষড়রিপু থেকে হ'ও মুক্ত।
আজ্ঞাচক্রে রেখে মন
উষানিশায় নাম করো অনুক্ষণ।
নাম, নাম, আর নাম করো অনন্ত
নামে শরীরের কোষগুলি থাকে জীবন্ত।
রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় ও
দরিদ্রতা আছে যতরকম নামে করে সব জয়।
অবিরাম নাম তোমায় নামীতে রাখবে সদা যুক্ত
শতায়ু হ'য়ে বাঁচবে নিশ্চিত
নামধ্যানে তুমি হবে সব পাপমুক্ত।---প্রবি।
No comments:
Post a Comment