Powered By Blogger

Tuesday, April 16, 2024

কবিতাঃ আস্তিক নাস্তিকের বাপ।

ঠাকুর আত্মজ সম্পর্কে সন্দেহ!? 
এত অহংকার? এত ঔদ্ধত্ব?
এর পরও বলবে, 
শুদ্ধ, পবিত্র তোমার মন, প্রাণ আর দেহ!?
ত্রিশংকু জীবাত্মার দশা কি হয়েছিল
বলতে পারো কেহ!?
চারিদিকে শুধুই কার্বনডাইঅক্সাইড! 
একটু অক্সিজেন দিতে পারো কি কেউ?
নাস্তিকেরা হাসে আস্তিকের শুনে
অন্তহীন ঘেউ ঘেউ!!
চারিদিকে আস্তিকেরা এত আস্তানা গোটাচ্ছে যে 
দেখে উঠছে ভীষণ হাঁপ!
নাস্তিকেরা বিষম খেয়ে বলছে, 
বাপরে বাপ! আস্তিক নাস্তিকের বাপ!

No comments:

Post a Comment