এত অহংকার? এত ঔদ্ধত্ব?
এর পরও বলবে,
শুদ্ধ, পবিত্র তোমার মন, প্রাণ আর দেহ!?
ত্রিশংকু জীবাত্মার দশা কি হয়েছিল
বলতে পারো কেহ!?
ত্রিশংকু জীবাত্মার দশা কি হয়েছিল
বলতে পারো কেহ!?
চারিদিকে শুধুই কার্বনডাইঅক্সাইড!
একটু অক্সিজেন দিতে পারো কি কেউ?
নাস্তিকেরা হাসে আস্তিকের শুনে
অন্তহীন ঘেউ ঘেউ!!
নাস্তিকেরা হাসে আস্তিকের শুনে
অন্তহীন ঘেউ ঘেউ!!
চারিদিকে আস্তিকেরা এত আস্তানা গোটাচ্ছে যে
দেখে উঠছে ভীষণ হাঁপ!
নাস্তিকেরা বিষম খেয়ে বলছে,
নাস্তিকেরা বিষম খেয়ে বলছে,
বাপরে বাপ! আস্তিক নাস্তিকের বাপ!
No comments:
Post a Comment