আগুনের গান গেয়ে
যত ভাবি বন্ধু পাব
সঙ্গ মেলে না, সঙ্গ মেলে না
চেতনার বক্ষতলে জ্ঞানেরও আলো জ্বলে
জ্ঞানেরও আলো বিনা চেতনা জাগে না।
যত ভাবি বন্ধু পাব
সঙ্গ মেলে না, সঙ্গ মেলে না
প্রভু তুমি আছো সাথে
ভুলে থাকি বেদনাকে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
আশারও সুর বাজে
সুশোভিত বাঁচার মর্ম কথা।
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছ যে মায়া ডোরে
সে বাঁধনে দু’নয়নে ঘুম আসেনা।।
সঙ্গ মেলে না, সঙ্গ মেলে না
প্রভু তুমি আছো সাথে
ভুলে থাকি বেদনাকে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
আশারও সুর বাজে
সুশোভিত বাঁচার মর্ম কথা।
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছ যে মায়া ডোরে
সে বাঁধনে দু’নয়নে ঘুম আসেনা।।
No comments:
Post a Comment