Powered By Blogger

Friday, November 8, 2019

কবিতাঃ আমি আর তুমি।

কোথায় দুঃখ, কোথায় কষ্ট, কোথায় আমার যন্ত্রণা?          
জীবন মাঝে কোথায় কঠিন, কোথায় জটিল? আর
মায়া মমতার উন্মাদনা? জীবন আমার উদাস বাউল
উদার আমার জীবন আকাশ, জীবন আমার রামধনু
জীবন আমার মলয় বাতাস। জীবন মাঝে রপোলি চমক
মেঘমল্লারের বন্দনা! ঝরঝর সেই বরষণ বয়ে চলে
খরশান অবিরত প্রাণে প্রাণে নেই তার কোনও সীমানা!
পরম সত্তার তরে জীবন আমার উদার আকুল উন্মনা
জীবন জুড়ে আছে ভরে শুধু পরমেশ প্রভুর মন্ত্রণা!
জীবন জুড়ে শুধুই আলো, শুধুই জ্যোতির বিচ্ছুরণ!
জ্যোতির মাঝে হারায় ‘আমি’, সত্তা খোঁজে জীবনস্বামী!
জীবন জুড়ে শুধুই সাড়া পরম সত্তায় উত্তরণ!

আর তুমি,
জীবন খুঁজে মরছো কোথায়? কোথায় ফেলেছো নোঙ্গর তুমি?
দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, শোক, তাপ, ব্যথা-বেদনা
শব্দেরা সব মিলেমিশে মারে তোমায় সেথায় পিষে;
‘কঠিন’ ‘জটিল’ সব শব্দ ঘিরে নরক করেছে ধীরেধীরে
তোমার জীবন ভুমি। আবাদ তাই হ’ল না বন্ধু
বহু ফসলী তোমার জমি!

এখন তুমি......
জীবন যদি চাও পেতে রাখো হাত আমার হাতে
ঐখানেতে যাবো নিয়ে আলোয় ভুবন ভাসিয়ে দিয়ে
তমসার ওপার হ'তে যেথায় হাসিমুখে দাঁড়ায় এসে
জীবনস্বামী, বরাভয় দিয়ে দু’হাত তুলে বলছে হেসেঃ
আয়, বুকে আয়, আয়রে তোরা, করি ত্বরা  
কোমর বেঁধে ছুট্টে সবাই, হেত্থায় জীবন খুঁজে পাবি।।
----------------------প্রবি।

সেই Tradition

সেই Tradition আজও সামনে চলেছে!!!!!!!!! সেই অসৎ নারী, অসৎ ভাই, অসৎ পুলিশ অফিসার মিলে আজও ছেলেদের ফাঁসিয়ে অর্থ লুটের কারবার খুলে বসেছে!!!!!! কার কাছে যাবে অসহায় মানুষ!? মায়ের জাত নারী আজ রাক্ষসীতে পরিণত হয়েছে! ভাই বোনের পবিত্র সম্পর্ক আজ অর্থ লালসার শিকার হ'য়ে বোনকে হাতিয়ার ক'রে ভাই অর্থ রোজগারের ব্যবসা খুলে বসেছে! যে রক্ষক সেই আজ ভক্ষরের ভূমিকায় অবতীর্ণ!!!!!! আম আদমির রক্ষাকর্তা মাইবাপ পুলিশ আজ আম আদমির কাছে শয়তান কিলবিস রূপে আবির্ভুত!!!!!!! কে বাঁচাবে এই অসৎ নারী পুরুষের হাত থেকে!? এখন প্রশ্ন এই ঘোর অন্ধকার মাঝে আলো ধরে পথ দেখাবে কে!? কে আলো ধ'রে ঘরে পৌঁছে দেবে অসহায় বিপদগ্রস্থ মানুষকে এই ঘোর কলিযুগের ঘোর অন্ধকার থেকে!? কেউ নেই বন্ধু তোমার চারপাশে! তুমি একা! তুমি একা!! তোমার চারপাশে ঘোর অন্ধকার! ভাই নেই, বন্ধু নেই, আত্মীয় নেই, পরিজন নেই, স্বজন নেই, সুজন নেই, থানা-পুলিশ-প্রশাসন, ডাক্তার-উকিল ইত্যাদি ইত্যাদি কেউ কেউ নেই এই কিলবিসের তৈরি সমাজে!!!!!! কেউ কোথাও নেই! চারিদিকে এক ঘন কালো ভয়ঙ্কর অন্ধকার! যে অন্ধকার বিকট বিরাট হাঁ ক'রে গিলতে আসছে তোমায় অসৎ নারী, অসৎ পুরুষ, অসৎ ভাই, অসৎ বন্ধু, অসৎ পুলিশ, অসৎ উকিল, অসৎ ডাক্তার, অসৎ শিক্ষক, অসৎ নেতা, অসৎ ধর্মগুরু, অসৎ ব্যবসায়ী, অসৎ------------ইত্যাদি ইত্যাদি বেশে!!!!!!!!!!!

ঠিক এই সময়, এই অসৎ দমবন্ধ করা পরিবেশে কে আছেন এই তামাম বিশ্বে যিনি আমায়  বিপাক পথে হাত ধ'রে পথ পার ক'রে দেবেন!? কে!? কে!? কে!? কেউ আছে যে গ্যারান্টি দিতে পারে শান্তি স্বস্তিতে বাঁচা ও বাড়ার পথ দেখাতে পারে, সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রক্ষা করতে ঘোর বিপদ থেকে!?

তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ  শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এই ঘোর অন্ধকারের ঘোর কলির শেষে ইষ্টপ্রতীকে আবির্ভুত হ'য়ে বললেন, মাভৈ! "যখন কেউ নিজের ভুলে ঘোর অন্ধকারে পথ হারিয়ে ফেলে তখন তাকে আমার আলো ধ'রে ঘরে পৌঁছে দিয়ে আসতে হয়!"
তাই ভয় নেই বন্ধু! আসুন ভয় দুর্বলতাকে ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে দ'লে দিয়ে গেয়ে উঠি, "দয়াল আছে আর আমি আছি ভয় কি আর আছে আমার!!!!!!!!!."
জয়গুরু।--------------প্রবি।