Powered By Blogger

Tuesday, July 21, 2015

খুঁজেছো কি তারে?




প্রজ্ঞার পতাকা হাতে ছুটে চলো তুমি
দিক থেকে দিগন্তে নিরন্তর ক্লান্তিহীন
শ্রান্তিহীন হে প্রজ্ঞাবান তপস্বী আমার!
তোমায় জানাই প্রণাম। গ্রহের অভ্যন্তরে
আজো অসম্পূর্ণ ছোটা তোমার, তবুও
তোমার প্রজ্ঞা ছুটে চলে গ্রহ থেকে গ্রহান্তরে
তোমার দোসর খোঁজার কামনায়! তীব্র
বাসনায় আকাশগঙ্গায় সাঁতার কেটে জীবন
জীবন খুঁজে চলে! দুরন্ত তুমি হে তাপস!
ছুটে চলো দুরন্ত পথ নিদ্রাহীন রাত
নিরন্তর পিছনে ফেলে প্রাণের খোঁজে
মহাকাশে প্রাণকে রেখে বাজি! কিন্তু
আকাশের গ্রহে তোমার পথ চেয়ে
বসে আছে যে মহাজীবন, কখনো, কোনদিন
খুঁজেছো কি তারে? করেছো কি আহ্বান?
সর্বজ্ঞকে পায়ে দলে সবকে জানার ছলে
করেছো ছলনা নিজেরে নিজে হে প্রজ্ঞাবান!
দূর থেকে দূরে, গ্রহ থেকে গ্রহান্তরে
ছুটে চলো, ছুটে চলো আদি অনন্ত
জপো হাতে নিয়ে মালা বিজ্ঞান, বিজ্ঞান!!

অনার্য-আর্য


উর্বর মস্তিষ্ক অহংকারের ডানা মেলে
উড়ে যায় পলকহীন প্রজ্ঞার আরো গভীরে!
আস্পর্ধা চকিতে মাথা তুলে দাঁড়ায়
যেন তুষার শুভ্র সুউচ্চ পাহাড়!
ভেসে ওঠে বিস্ফারিত দুচোখের তারায় তারায়!!
শরীরী ভাষায় খেলে যায় তড়িৎ তীব্রতা,
উর্বরা ঢেউ তোলে প্রতি অঙ্গে নটরাজ ঢঙে!
আলোর চোখ ঝলসানো ঝলখানি ঝরে পড়ে
শব্দ হয়ে অনর্গল স্থুল অধর মাঝে ক্লান্তিহীন!!
বক্ষ মাঝে দারুণ ক্ষিপ্রতায় টোকা মারে
বৃদ্ধাঙ্গুষ্ঠ, জানান দেয় অহংকারীআমি’-কে
উদ্ধত থামস-আপ ভঙ্গিমায়! পদযুগল
জ্যাকসন য়ে যেন চাঁদের বুকে দেয় পাড়ি!
আর গেঁথে দিতে চায় দৃপ্তভঙ্গিতে তার চিহ্ন
পূর্ণতার শিয়রে! রেখে যেতে চায় সীমাহীন
ঔদ্ধত্বের ছাপ পরম কারুণিকের হৃদ মাঝারে
বারংবার জ্ঞানের উন্মত্ততায়, হায় তুমি প্রজ্ঞাবান!
হে শাস্ত্রজ্ঞ পন্ডিত! হে আধা জ্ঞানী, বিদ্বান!
যেও না ভুলে একথা নও তুমি অনার্য
ধমনীতে তোমার চলেছে বয়ে রক্ত আর্য!!

 

তেজ না ক্রোধ?



বেশ ভালো লাগলো আদিব একরামের আমরা বিজয়ী হতে শিখেছি , বিনয়ী নয়' লেখা। স্বচ্ছ পরিছন্ন এক লেখা, যে লেখায় বেজে ওঠে নির্মল হৃদয়ের সুরধ্বনি! খেলার মাঠে বাঙালিদের যে তেজ দেখে একজন বাঙালি হিসাবে গর্বে বুকটা ভরে গেছিল কিন্তু জয়ে উন্মত্ত মাঠের বাইরের বাঙালিদের সেই তেজ পরিবর্তিত হয়ে গেল ক্রোধে আর সেই ঘটনার লজ্জায় বাঙালি হিসাবে মাথা হেঁট হয়ে গেল একজন ভারতীয় হয়ে ভারতীয় অন্য ভাষাভাষীদের কাছে বাঙালি খেলোয়াড়দের তেজ ম্লান য়ে গেল বাঙালি দর্শকদের ক্রোধে। কোনটা ঠিক ও গ্রহণীয়? তেজ না ক্রোধ? ভীষণ ভালো লাগলো আদিব একরাম-কে এই লেখার মধ্যে দিয়ে কাছে পেয়ে একটাই কথা বলতে পারি আদিব একরাম সম্পর্কে, একরামের মধ্যে খুঁজে পেলাম পুরুষোত্তম রামের প্রেমের সুবাস! আর বাঙালি হিসাবে আমার ওপার বাংলার বাঙালিদের কাছে পৌঁছে দিতে চাই The greatest phenomenon of the world, Living Supreme Being শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণীঃ "তেজ মানে ক্রোধ নয়কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা" শাবাশ একরাম! শাবাশ!!!!!!!!!!!!!!!!!!

 http://notundesh.com/details.php?link=3284