Powered By Blogger

Tuesday, July 21, 2015

'বিবাহ' মানে........................




'বিবাহ' মানে বিশেষভাবে বহন চার হাত মিলনের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরকে পারিপার্শ্বিক সহ বেঁচে থাকা বেড়ে ওঠার পথে বিশেষভাবে বহন করে নিয়ে যাবার নামই বিবাহ নারী-পুরুষের গতানুগতিক, নূতনত্ববর্জিত, মামুলি একসঙ্গে থাকা, সময় কাটানো, দৈহিক মিলন, সন্তান জন্ম ইত্যাদির নাম বিবাহ নয় নিজের অনিয়ন্ত্রিত বৃত্তি-প্রবৃত্তির চাহিদা পূরণ, ভোগ বিলাসিতা, বাসনা-কামনা মেটানোই 'বিবাহ' নয় 'বিবাহ' একটা বন্ধন, বিবাহ একটা প্রবাহ, একটা ধারা যা দুজন অপরিচিত নারী-পুরুষকে নিরন্তর আরো থেকে আরোতর সর্বাঙ্গীণ শ্রীবৃদ্ধির পথে নিয়ে যায় নির্মল, নির্ভেজাল, নিঃস্বার্থ প্রেম-ভালোবাসার অটুট বাঁধনে বেঁধে নিয়ে সফল বা সার্থক বিবাহিত গৃহস্থ-জীবনের হেন তুক, কৌশল লাভ হয় বিবাহ পূর্ববর্তী ' পারিপার্শ্বিক বেঁচে থাকা বেড়ে ওঠা' প্রকৃত শিক্ষা লাভের মধ্যে দিয়ে যে শিক্ষাদান, শিক্ষাদানের প্রতিষ্ঠান, শিক্ষাদাতা আজ বিলুপ্ত

তাই বিবাহিত জীবনের বা দাম্পত্য জীবনের, সুখী সংসারের জন্য 'এই সময়'-এর এই সার্থক প্রতিবেদন 'স্বামী-স্ত্রীর' কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মত বা হঠাৎ এক ঝলক দখিনা বাতাসের মত উপযোগী। আর তাই নূতন কি পুরাতন দম্পতির কাজে লাগে এই অভিলাষে এই প্রতিবেদন Share করলাম



http://eisamay.indiatimes.com/lifestyle/live-your-dreams/10-donts-that-can-ruin-your-relationship/articleshow/48144123.cms




















































































































No comments:

Post a Comment