Powered By Blogger

Tuesday, July 21, 2015

ক্যামনে...............?



লিখতে চাই, লিখতে ইচ্ছে করে কিন্তু
চাপা অম্বলের মত চাপা ক্লান্তি হঠাৎ
হঠাৎ শরীর মনকে অবসন্নতায় ঘিরে
ধরে তখন বিরক্তিকে সাথী করে ভাবী,
কি লিখি? কেন লিখি? কে যেন বলে ওঠে,
চার অক্ষর জানো না হায় বেকুব তুমি
লেখার জায়গায় লেখা থাকে পড়ে
তাচ্ছিল্যে, অপমানে আর অনাদরে!
তোমার আমার সবার অগোচরে
বৃত্তিঝোঁকে রিপুর ফাঁদে উদোম মাতাল
তার উপরে করে আঁকিবুঁকি আর
শ্লেষের হাসি হেসে বলে, আমার চন্দ্রমুখী!
ভাবছো বসে লিখবে কষে ধরবে টিপে টুঁটি?
ওসব কথার কেউ ধার ধারে না,
রিপুর নেশায় বেসামাল সবাই
পড়াবে তোমার মাথায় টুপি
এটাই সত্য, এটাই ঠিক
বাকী সব রঙিন ট্রিকস!
ঘোমটার তলায় ক্ষেমটা নেচে
মুখে মারিতং জগৎ বেচে
বৃত্তি সুখের উল্লাসে
দিচ্ছে চুমুক রিপুরসে
সবাই চুপিচুপি!
ক্লান্ত জীবন আমার উৎসাহে ভরপুর
মাথা তুলে বলে,
তোর খেয়াতে মাঝিই যে নেই, ক্যামনে
উথালপাতাল জীবন হালাল, পার হবি!?

No comments:

Post a Comment