Powered By Blogger

Tuesday, July 21, 2015

কবিতাঃ খুঁজেছো কি তারে?




প্রজ্ঞার পতাকা হাতে ছুটে চলো তুমি
দিক থেকে দিগন্তে নিরন্তর ক্লান্তিহীন
শ্রান্তিহীন হে প্রজ্ঞাবান তপস্বী আমার!
তোমায় জানাই প্রণাম। গ্রহের অভ্যন্তরে
আজো অসম্পূর্ণ ছোটা তোমার, তবুও
তোমার প্রজ্ঞা ছুটে চলে গ্রহ থেকে গ্রহান্তরে
তোমার দোসর খোঁজার কামনায়! তীব্র
বাসনায় আকাশগঙ্গায় সাঁতার কেটে জীবন
জীবন খুঁজে চলে! দুরন্ত তুমি হে তাপস!
ছুটে চলো দুরন্ত পথ নিদ্রাহীন রাত
নিরন্তর পিছনে ফেলে প্রাণের খোঁজে
মহাকাশে প্রাণকে রেখে বাজি! কিন্তু
আকাশের গ্রহে তোমার পথ চেয়ে
বসে আছে যে মহাজীবন, কখনো, কোনদিন
খুঁজেছো কি তারে? করেছো কি আহ্বান?
সর্বজ্ঞকে পায়ে দলে সবকে জানার ছলে
করেছো ছলনা নিজেরে নিজে হে প্রজ্ঞাবান!
দূর থেকে দূরে, গ্রহ থেকে গ্রহান্তরে
ছুটে চলো, ছুটে চলো আদি অনন্ত
জপো হাতে নিয়ে মালা বিজ্ঞান, বিজ্ঞান!!

No comments:

Post a Comment