Powered By Blogger

Sunday, July 19, 2015

বাঙালী বীরের জাতি নয়...........

'বাঙালী বীরের জাতি নয়' এই কথা 'বাঙালি' বলে না আর, অন্য কোনও কেউ কি বলল না বলল তাতে 'বাঙ্গালী' কিছু আসে যায় না বাঙ্গালির নামে আসলে যারা কাঙালি তাদের নিয়ে কিছু বলা মানেই নিজেকে কাঙালির পর্যায়ে নাবিয়ে আনা স্বাধীনতার ইতিহাস এবং তার পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যারা জানে তারা জানে 'বাঙালী' বীরত্বের ইতিহাস, বাকীদের না জানলেও চলবে; তাতে কিছু যায় আসে না আর স্বাধীনতার আরও অনেক আগের ইতিহাস যদি জানা থাকে, (উদাহরণ স্বরুপ শুধু আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়ের ইতিহাসের কথা বলা েতে পারে) তাহ'লে 'বাঙালী' জাত সম্পর্কে এমন বালখিল্য কথা কেউ বলবে না আর 'বাঙালী' বাঙ্গালীই এখানে বাঙালী হিন্দু, বাঙালী মুসুলমান, বাঙালী খ্রীষ্টান ইত্যাদি অর্থাৎ 'বাঙ্গালী' সঙ্গে হিন্দু, মুসুলমান, খ্রীষ্টান ইত্যাদি জুড়ে দেওয়া মানেই 'বাঙালী' মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া আর বাঙালীর মধ্যে বিভেদ সৃষ্টির মূলে ছিল ব্রিটিশ আর ব্রিটিশ অতি তৎপরতায় সুক্ষভাবে এই বিভেদ সৃষ্টির সুযোগ নিয়েছিল এই অতি বীর দেশপ্রেমিক জ্ঞানী বাঙালী মানসিকতা থেকে আর সেই সুযোগের গায়ে মলম লাগিয়ে মসৃণ করে দিয়েছিল এই বিভেদ ভারতীয় অন্য ভাষাভাষীর হিন্দু মুসলিম ধর্মের মানুষেরা যার রক্তক্ষরণ আজও হয়ে চলেছে 'বাঙ্গালী'দের মধ্যে সে হিন্দু বাঙ্গালীই হোক আর মুসলিম কিম্বা খ্রীষ্টান বা অন্য ধর্মের বাঙ্গালীই হোক

ধর্ম
প্রসঙ্গে এখানে এই উপযুক্ত আলোচনার পরিবেশে The greatest phenomenon of the world শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা মনে পড়ে গেল। তিনি বলেছেন, "ধর্ম্ম কখনও বহু হয় না, ধর্ম্ম একই আর তার কোন প্রকার নেই। মত বহু হতে পারে, এমন-কি যত মানুষ তত মত 'তে পারে, কিন্তু তাই 'লে ধর্ম্ম বহু 'তে পারে না। হিন্দুধর্ম্ম, মুসলমানধর্ম্ম, খৃষ্টানধর্ম্ম, বৌদ্ধধর্ম্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং -সবগুলি মত। কোনও মতের সঙ্গে কোনও মতের প্রকৃতপক্ষে কোনও বিরোধ নেই, ভাবের বিভিন্নতা, রকমফের---------একটাকেই নানাপ্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা' নানাপ্রকারে 'তে পারে; আর যতটুকু বিস্তারে যা' হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম্ম অনুভূতির উপর।"

তাই
'বাঙালী বীরের জাতি' এই সত্য, এই কথা, এই বিশ্বাস, প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান, প্রকৃত খৃষ্টান ইত্যাদি মাত্রই জানে। ঠাকুরের কথানুযায়ী প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান, প্রকৃত খ্রীষ্টান ইত্যাদির মধ্যে যেমন কোনও বিরোধ নেই ঠিক তেমনি প্রকৃত বাঙালীর মধ্যে কোনও বিরোধ নেই। তাই একজন 'বাঙালী' একজন ভারতীয় হিসাবেই কাশ্মীর সীমান্তে দেশমাতার জন্য বীর জওয়ান অভিজিৎ নন্দীর জীবন বলিদানের জন্য তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই
 https://www.facebook.com/bengalrss/photos/a.707829689330114.1073741828.707361272710289/817121021734313/?type=1&theater

No comments:

Post a Comment