Powered By Blogger

Tuesday, February 12, 2019

কথাসারি! ৫


আজকাল মাঝে মাঝে মনে হয়, কে যেন ডাকছে!
মন তা জানতে চায় না, চায় না সে ডাক শুনতে।
তবুও কেন জানি মনে হয় দ্রুত ছুটে আসে সে সময়
মনে জাগে বড় ভয় পারি না তা কেন জানি গুনতে!
যদি সত্যি আসে সে সময় মেনে নিতেই হবে তা
এছাড়া নেই পথ ভিন্ন! খেদ আর আফসোস,
শেষে রেখে যেতে পারলাম না কোনও পদচিহ্ন!!

তাঁর দয়ায় ঘর পেলে, বর পেলে, পেলে বউ, সন্তান!
অর্থ পেলে, জান পেলে, পেলে মান!!
এখন তাঁর মিশন রথের দড়ি 'রে মারছো টান!?

জয় নিতাই! জয় নিতাই! বলছো হাজারবার!!
নিমাইয়ের নামে ধ্বনি দিচ্ছ কতবার!?
নিতাই যদি হয় মহাপ্রভু প্রভু তবে কি নিমাই!?
নিতাইয়ের নামে নিমাইয়ের পরিচিতি নাকি
নিমাইয়ের নামে নিতাই!?
জয় নিমাই! জয় নিমাই! আগে বলো সবাই।------প্রবি।


জীবন ও মৃত্যু!


নিজের জন্য বাঁচাকে মৃত্যু বলে,
আর অন্যের জন্য বাঁচাকে জীবন বলে।
কোনটা তুমি চাও বন্ধু? জ্যান্ত মরা 'য়ে বেঁচে থাকা
নাকি মরার পরেও মানুষের মাঝে বেঁচে থাকা!? কোনটা?
তোমার চারপাশে তুমি দেখছো যাদের তা' মরা মানুষের মিছিল!
প্রাণময় দেহ তো নয়, যেন শবদেহ! বরফ ঠান্ডা মুষ্টিবদ্ধ হাত শিথিল!
মিছিলের ছবিটা যেন অদ্ভুত উল্টো! যেদিকে তাকাই দেখি
মাথা মাটিতে রেখে হেঁটে চলে শরীর উপরে সারি সারি পা দুটো!
তারই মাঝে তুমিও কি একজন নও!? নই কি আমিও!?
কবি-সাহিত্যিক-শিল্পী, গায়ক-নায়ক, নেতা-অভিনেতা সাথে
নয় কি দিনে-রাতে হাটে-মাঠে-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোমিও!!!
উল্টো অদ্ভুত মিছিলে মুষ্টিবদ্ধ হাত উর্ধে তুলে
যেমন হাঁটা উচিত তেমন হাঁটবে নাকি বন্ধু? যেমন হেঁটেছিল
তোমার পূর্বপুরুষ আর্য ঋষি ঝড়কে 'রে নিয়ে সাথী!
যদি থাকো রাজি রাখো বাজি ভীমবেগে হবে তুমি পার
বাধার যত পাহাড় আর খেতে হবে সারি সারি পায়ের লাথি।

কবিতাঃ দাও বরাভয়!


হ্যাঁ! আমিও ভয় পাই। ভয় পাই বউ, ছেলেমেয়ে,
পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভাই-বন্ধু,
পাড়া-প্রতিবেশী সবাইকে। ভয় পাই নিজেকে।
আমি ভীতু, ভীষণ রকমের ভীতু। ভয় পাই
নিজের জিভ আর অন্যের জিভকে!
পাই ভয় সাপের জিভের মত বিষাক্ত
কথার লকলকে ফোঁস-ফোঁসকে!
আমি ভীতু, ভীষণ ভীতু।
'য়ে পড়ছি ক্রমশঃ শীতালু, করছি আঁতুপাঁতু।
মন বলছে, মরণা হ্যায় তো মরো
হাস হাসকে! আউর জিনা হ্যায় তো
জিও সিনা টান টানকে!!
হাস হাসকে আউর সিনা টান টানকে
বাঁচবো কেমনে তুমি 'লে দাও আমায়
ভয় যে জাগে মনে প্রতিক্ষণে শয়নে-স্বপনে;
যদি হারায় ইজ্জৎ এই ক্ষণস্থায়ী জীবনে?
তাই ভয় পাই, ভয় পাই জীবনে, বড় ভয়!
ইজ্জত হারিয়ে বাঁচবো কেমনে?
তুমি 'লে দাও হে প্রভু! দাও বরাভয়!!!!!


মনে পড়ে


ভুলে গেছো সেদিনের কথা?
যেদিন নিজের আসন ছেড়ে দিয়েছিলাম তোমায় আসন!
মনে পড়ে সেদিনের কথা?
যেদিন নব শ্বেতশুভ্র বস্ত্রে তোমায় 'রেছিলাম বরণ!
চোখের সামনে ভেসে ওঠে সেদিনের ছবি?
যেদিন সব প্রবীণদের মাঝে নবীন তোমায় নিয়েছিলাম
টেনে বুকে, দিয়েছিলাম সম্বর্ধনা, ভেসেছিল আনন্দে তোমার দু'নয়ন!
আছে স্মরণে সে কথা? বাজে কানে সেদিনের গাওয়া গাথা?
প্রবীণ-প্রবীণারা সেদিন নিয়েছিল তোমায় কাছে টেনে,
সুর 'রে সবাই মিলে গেয়েছিল গান;
তুমি নবীন, একেবারে নবীন জেনেও নিয়েছিল তোমায় হাসিমুখে মেনে,
দিয়েছিল মান! পড়ে মনে? সেদিনের আনন্দমুখর সন্ধ্যা!?
ছিল মঞ্চ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফুল রজনীগন্ধা!
সুমিষ্ট গন্ধে ভরেছিল ঘর, সেদিন স্নিগ্ধ সন্ধ্যায়
ছোট বড় সবাই ছিল আপন, কেউ ছিল না পর!
আপনার জন ভেবে তোমায় সবাই সাজিয়েছিল আসর!
শিশুরা শিশু 'লেও তাদের কাছে বয়সে বিশু 'য়েও
সেদিন তুমি ছিলে নবীন, ছিলে শিশু!
আজ জীবন সায়াহ্নে মনে পড়ে সে কথা?
সেদিন ফুল, মিষ্টি, চকোলেট নানা উপহারে
বই, হাসি, আনন্দ আর হৈচৈ বহু উপাচারে
তোমায় অকৃত্রিম অকপট ভালোবাসায়-স্নেহে
শিশু থেকে বৃদ্ধ সবাই তোমায় 'রেছিল আপন
একান্ত আপনার জন ভেবে!!!! কিন্তু তুমি!?
তোমার কি আছে মনে সে কথা? আজ তুমি
ধরাছোঁয়ার বাইরে! কিন্তু তোমাকে রেখেছে সবাই মনে-অন্তরে!
কারণ তুমি নিয়েছিলে আর দিয়েছিল সবাই তোমায়।



কথাসারি! ৪


কত কষ্ট 'রে, কত রক্ত ঝরিয়ে, কত প্রাণের বিনিময়ে
একটা রাজনৈতিক দলের হয় জন্ম!
কত সহজে, কত অনায়াসে, কত আয়েশে বিলাসিতায়
একজন ছিন্নমুলের দলে যোগদান প্রমান করে
রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কহীন ধান্দাবাজদের
সময়মত ঝোপ বুঝে কোপ মারা-
এক একমাত্র ধর্ম কর্ম!!
কেন এমন হয়? তবে কি দেউলিয়া মতাদর্শ!?

ছেলেমানুষি কোনটা? ছেলেমানুষ যখন ছেলেমানুষী করে
তখন তাকে বলি, ছেলেমানুষী কারবার।
আর যখন বড় মানুষেরা দেশজুড়ে চারদিকে
সত্যিই করছে ছেলেমানুষী বারবার!
তখন তাকে কি বলব?
ছেলেমানুষের ছেলেমানুষি নাকি বড়মানুষের ছেলেমানুষি!?
কোনটা? বড় মানুষেরা কি সত্যিই কোনোদিনও বড় হবে না!?
কেন হবে না?

কথাসারি! ৩


পরাণ আমার যায় হারিয়ে
তোমার হিয়ার মাঝে,
সেথায় বাঁধবো আমি ঘর
গাইবো চলন পূজার গান
তোমার চলন সাজে সেজে;
এই দিও আমায় বর।

কি যে লিখি, কি যে বলি, ভাবি কি
আর করি কি কিছু বুঝি না!
মনের ঘরে ঢুকে নিয়ে গেল সব লুটে
কে সে? তাই জানি না!

তুমি আছো আমি নেই আর আমি আছি তুমি নেই
মাঝে মাঝে ভাবি যদি এমন হয় কখনও! ভেসে যাবো
কোন সুদূরে কুল হীন মহাসাগরে হারিয়ে জীবনের খেই!!

চারিদিকে উড়ছে হাজারো ফানুস, মিথ্যের ফানুস
আকাশে বাতাসে উড়ছে, ওড়াচ্ছে মানুষ!---- প্রবি।