Powered By Blogger

Tuesday, February 12, 2019

কথাসারি! ৪


কত কষ্ট 'রে, কত রক্ত ঝরিয়ে, কত প্রাণের বিনিময়ে
একটা রাজনৈতিক দলের হয় জন্ম!
কত সহজে, কত অনায়াসে, কত আয়েশে বিলাসিতায়
একজন ছিন্নমুলের দলে যোগদান প্রমান করে
রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কহীন ধান্দাবাজদের
সময়মত ঝোপ বুঝে কোপ মারা-
এক একমাত্র ধর্ম কর্ম!!
কেন এমন হয়? তবে কি দেউলিয়া মতাদর্শ!?

ছেলেমানুষি কোনটা? ছেলেমানুষ যখন ছেলেমানুষী করে
তখন তাকে বলি, ছেলেমানুষী কারবার।
আর যখন বড় মানুষেরা দেশজুড়ে চারদিকে
সত্যিই করছে ছেলেমানুষী বারবার!
তখন তাকে কি বলব?
ছেলেমানুষের ছেলেমানুষি নাকি বড়মানুষের ছেলেমানুষি!?
কোনটা? বড় মানুষেরা কি সত্যিই কোনোদিনও বড় হবে না!?
কেন হবে না?

No comments:

Post a Comment