কাউকে ভালোবাসি কিনা জানি না
তবে তোমায় আমি খুব ভালোবাসি!
আমার জীবনের চেয়েও বেশী
অনেক বেশী ভালোবাসি!!
কে তুমি!?
তোমার যে করেছে ক্ষতি তুমি তার ক্ষতি চেও না।
ঈশ্বর সব দেখছেন, ধৈর্য ধরো, বিচার তুমি করতে যেও না।
তিনি আছেন একথা ভুলে যেও না।
আমি ভালো থাকি আর না থাকি তুমি, তোমরা সবাই ভালো থেকো।
একটাই অনুরোধ, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।
তুমিও থাকবে ভালো। দেখো!
আমি ভালো নেই! কেন ভালো নেই!?
আমার দোষে নেই?
নাকি অন্যের দোষে!?
গোলকধাঁধায় ঘুরে মরি হারিয়ে জীবনের খেই!--- প্রবি।
No comments:
Post a Comment