Powered By Blogger

Tuesday, February 12, 2019

মনে পড়ে


ভুলে গেছো সেদিনের কথা?
যেদিন নিজের আসন ছেড়ে দিয়েছিলাম তোমায় আসন!
মনে পড়ে সেদিনের কথা?
যেদিন নব শ্বেতশুভ্র বস্ত্রে তোমায় 'রেছিলাম বরণ!
চোখের সামনে ভেসে ওঠে সেদিনের ছবি?
যেদিন সব প্রবীণদের মাঝে নবীন তোমায় নিয়েছিলাম
টেনে বুকে, দিয়েছিলাম সম্বর্ধনা, ভেসেছিল আনন্দে তোমার দু'নয়ন!
আছে স্মরণে সে কথা? বাজে কানে সেদিনের গাওয়া গাথা?
প্রবীণ-প্রবীণারা সেদিন নিয়েছিল তোমায় কাছে টেনে,
সুর 'রে সবাই মিলে গেয়েছিল গান;
তুমি নবীন, একেবারে নবীন জেনেও নিয়েছিল তোমায় হাসিমুখে মেনে,
দিয়েছিল মান! পড়ে মনে? সেদিনের আনন্দমুখর সন্ধ্যা!?
ছিল মঞ্চ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফুল রজনীগন্ধা!
সুমিষ্ট গন্ধে ভরেছিল ঘর, সেদিন স্নিগ্ধ সন্ধ্যায়
ছোট বড় সবাই ছিল আপন, কেউ ছিল না পর!
আপনার জন ভেবে তোমায় সবাই সাজিয়েছিল আসর!
শিশুরা শিশু 'লেও তাদের কাছে বয়সে বিশু 'য়েও
সেদিন তুমি ছিলে নবীন, ছিলে শিশু!
আজ জীবন সায়াহ্নে মনে পড়ে সে কথা?
সেদিন ফুল, মিষ্টি, চকোলেট নানা উপহারে
বই, হাসি, আনন্দ আর হৈচৈ বহু উপাচারে
তোমায় অকৃত্রিম অকপট ভালোবাসায়-স্নেহে
শিশু থেকে বৃদ্ধ সবাই তোমায় 'রেছিল আপন
একান্ত আপনার জন ভেবে!!!! কিন্তু তুমি!?
তোমার কি আছে মনে সে কথা? আজ তুমি
ধরাছোঁয়ার বাইরে! কিন্তু তোমাকে রেখেছে সবাই মনে-অন্তরে!
কারণ তুমি নিয়েছিলে আর দিয়েছিল সবাই তোমায়।



No comments:

Post a Comment