পরাণ আমার যায় হারিয়ে
তোমার হিয়ার মাঝে,
সেথায় বাঁধবো আমি ঘর
গাইবো চলন পূজার গান
তোমার চলন সাজে সেজে;
এই দিও আমায় বর।
কি যে লিখি, কি যে বলি, ভাবি কি
আর করি কি কিছু বুঝি না!
মনের ঘরে ঢুকে নিয়ে গেল সব লুটে
কে সে? তাই জানি না!
তুমি আছো আমি নেই আর আমি আছি তুমি নেই
মাঝে মাঝে ভাবি যদি এমন হয় কখনও! ভেসে যাবো
কোন সুদূরে কুল হীন মহাসাগরে হারিয়ে জীবনের খেই!!
চারিদিকে উড়ছে হাজারো ফানুস, মিথ্যের ফানুস
আকাশে বাতাসে উড়ছে, ওড়াচ্ছে মানুষ!---- প্রবি।
No comments:
Post a Comment