Powered By Blogger

Tuesday, February 12, 2019

কবিতাঃ দাও বরাভয়!


হ্যাঁ! আমিও ভয় পাই। ভয় পাই বউ, ছেলেমেয়ে,
পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভাই-বন্ধু,
পাড়া-প্রতিবেশী সবাইকে। ভয় পাই নিজেকে।
আমি ভীতু, ভীষণ রকমের ভীতু। ভয় পাই
নিজের জিভ আর অন্যের জিভকে!
পাই ভয় সাপের জিভের মত বিষাক্ত
কথার লকলকে ফোঁস-ফোঁসকে!
আমি ভীতু, ভীষণ ভীতু।
'য়ে পড়ছি ক্রমশঃ শীতালু, করছি আঁতুপাঁতু।
মন বলছে, মরণা হ্যায় তো মরো
হাস হাসকে! আউর জিনা হ্যায় তো
জিও সিনা টান টানকে!!
হাস হাসকে আউর সিনা টান টানকে
বাঁচবো কেমনে তুমি 'লে দাও আমায়
ভয় যে জাগে মনে প্রতিক্ষণে শয়নে-স্বপনে;
যদি হারায় ইজ্জৎ এই ক্ষণস্থায়ী জীবনে?
তাই ভয় পাই, ভয় পাই জীবনে, বড় ভয়!
ইজ্জত হারিয়ে বাঁচবো কেমনে?
তুমি 'লে দাও হে প্রভু! দাও বরাভয়!!!!!


No comments:

Post a Comment