Powered By Blogger

Monday, September 28, 2015

অজ্ঞানতার প্রাচীর!!!!!!!!!!



ধর্মের প্রাচীর নয় অজ্ঞানতার প্রাচীর ভেঙে হিন্দু বন্ধুর অন্তেষ্টির সব কাজ করল মুসলিম বন্ধু। অজ্ঞানতার ঘোর অন্ধকারে ডুবে আছে মানুষ, মানুষের পৃথিবী। অজ্ঞানতা যখন মানুষের জীবনকে অক্টোপাশের মত ঘিরে ধরে তখন মানুষের জীবনে নেবে আসে অন্ধকার, মিথ্যা, মন্দ ও অসৎ-এর পাহড়। আর এদের বিষাক্ত ছোবলে মানুষের জীবন ক্ষতবিক্ষত হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায় মানুষের সংসার, ক্ষতবিক্ষত হয়ে যায় আমার পরিবেশ,আমার চারপাশ। তাই অজ্ঞানতার ঘোর অন্ধকার ভেদ করে, অন্ধকারের অক্টোপাশের বাঁধন ছিন্ন করে পৃথিবীর ৭০০কোটি মানুষকে জ্ঞানের সাগর পার হতে হবে। আর তখনই আসবে শান্তি, বন্ধ হবে বিশ্বজুড়ে হলাহলের হুহুঙ্কার!!!!!!!!!!!!! আর জ্ঞানের সাগর পার হতে হলে চাই পরমজ্ঞানীতে পরিপূর্ণরূপে আত্মসমর্পন আর সেই পরমজ্ঞানী মহাজ্ঞানী হলেন The greatest phenomenon of the world Living Supreme Being, The Lovelord শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র।  


তাই বলি-------

জ্ঞানের সাগর পার হ’লে পরে
শান্তি পাবে এ জীবনে
বিশ্বজুড়ে বন্ধ হবে হলাহলের হুহুঙ্কার।
মোদের গুরু বিশ্বগুরু
জ্ঞানাঞ্জন সবাকার।
পরমপিতা পরম গুরু
অনুকূল পরম সার।।

গুরু আছেন মনে প্রাণে
ভয় কি তবে মোদের মনে
জয়গুরু বলে দে না ঝাঁপ
মরণ দুয়ারে পড়ল ঝাপ
অনুকূলে দিয়ে জীবন তরী
জ্ঞানের সাগর হওনা পার
পরমপিতা পরমগুরু
অনুকূল পরম সার।।
জ্ঞানের সাগর পার হ’লে পরে.........

আদর্শ রুপ জীবন তরু
পরমপিতা পরম গুরু
গুরু আমার জীয়ন কাঠি
গুরুই আমার চলার সাথী
গুরু ছাড়া এ জীবন মাটি
শেষের সেদিন ভয়ংকর।
পরমপিতা পরমগুরু
অনুকূল পরম সার।।

জ্ঞানের সাগর পার হ’লে পরে......


রাম কৃষ্ণ বুদ্ধ যীশু
হজরত মহম্মদ মহাপ্রভু
রামকৃষ্ণ পরমপিতা
যুগে যুগে একই ত্রাতা
নবরুপে এলেন ধরায়
হয়ে অনুকূল বিশ্বপিতা!
পরমপিতা পরমগুরু
অনুকূল পরম সার।।

জ্ঞানের সাগর পার হ’লে পরে
শান্তি পাবে মনেপ্রাণে
বিশ্বজুড়ে বন্ধ হবে হলাহলের হুহুঙ্কার।
মোদের গুরু বিশ্বগুরু
জীবন খুঁজে নাও এবার।
পরমপিতা পরমগুরু
(অনুকূল) জীবন মাঝে পরম সার।।

(এসো) পরম পিতার চরণ চুমি
(হেথায়) জীবন খুঁজে পাবে তুমি
পরম পিতার চরণ ধ’রে
ভবসাগর যাও না তরে
চলন পূজার ডালা সাজাও
হৃদয় তোমার ফুলটি দিয়ে।
পরমপিতা পরম গুরু
কল্পতরু সে আমার!।
জ্ঞানের সাগর পার হ’লে পরে............

http://zeenews.india.com/bengali/nation/muslim-man-breaks-religious-barriers-performs-hindu-friends-last-rites_132006.html

Saturday, September 19, 2015

মুখ্যমন্ত্রীর ঘোষনা!!!!!!!!!!!!!



মুখ্যমন্ত্রীর ঘোষনাঃ মহরম উপলক্ষ্যে ২৩ ২৪শে অক্টোবর বারোয়ারী পূজার প্রতিমা বিসর্জন হবে না ২২শে অক্টোবর বাড়ির পুজো বিসর্জন দেওয়া যাবে ২৫শে অক্টোবর বারোয়ারী পূজার বিসর্জন হবে

আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে। আসছে মোদের বড়ই সুখের দিন। সেদিন ঘরের বাঁধন ছেড়ে মোরা হব যে স্বাধীন।
সত্যিই এবার পূজার আনন্দ ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। দুর্গাপুজো আর মহরমের আনন্দ মিলেমিশে একাকার। বাচ্চা-বুড়ো সবার জন্য অনেকদিন পর সত্যিই সুখবর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভারতে বুলেট ট্রেন!!!!!!!!!!!!!!!!!!!!




এই ভারতে স্বপ্ন দেখে একজন আর একজন তৈরী থাকে সেই স্বপ্নে অ্যাসিড ঢেলে দেওয়ার জন্য আর বিরোধীদের মতে স্বপ্ন যদি হয় ভোট চমক সেই চমক দেখানোর মত পুংলিঙ্গ নেই ভারতে!!!!!!!!!!!!!!!!!