Powered By Blogger

Friday, April 4, 2014

নবীন ভোটার!!!!!!!!!




ভোটের কথা অমৃত সমান!!!!!!!! নেতা, জনতা, ব্যক্তি, দল নীতি!!!!!!
পর্ব---/ (জনতা/নবীন ভোটার)

নবীন ভোটাররা কাকে ভোট দেবে? জীবনের প্রথম ভোট কি নবীনদের কাছে প্রবীণ সময়ের দিনগুলিতে স্মৃতি হ’য়ে ধরা দেবে? আজকের মতদান আগামীদিনে কি নবীনদের ১৬তম সাধারণ লোকসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের কাছে নিজেদের সম্পর্কে গর্বের কিম্বা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে? এ ব্যাপারে কি নবীনরা সচেতন? নবীনরা কি কোনো উত্তেজনা অনুভব করে দেশ গড়ার কাজে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ মতদান প্রয়োগের ক্ষেত্রে? নবীনরা কি প্রস্তুত এতবড় দেশে চতুর্মুখী কিম্বা পঞ্চমুখী নির্বাচনী লড়াইয়ে কারও দ্বারা প্রভাবিত না হ’য়ে, নানা পরিস্থিতি, নানা পরিবেশের চাপে পড়ে নিত্য নতুন নতুন অভিভুতির দ্বারা আক্রান্ত না হ’য়ে ও নানারকম ব্যক্তিত্বের দ্বারা রাঙ্গিয়ে না গিয়ে, মনের জগতে দিশেহারা না হ’য়ে, পথভ্রষ্ট না হ’য়ে জীবনের প্রথম ভোট অটুট ব্যক্তিত্বে দেশের স্বার্থে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সঠিক জায়গায় ভোট দেবার জন্য? নবীনরা কি জীবনের প্রথম ভোটের জন্য সত্যিই সিরিয়াস? সত্যিই কি মানসিক ভাবে প্রস্তুত? রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, দলমত-এর উপরে উঠেই তাঁর ভাষণে দেশের ১২৫কোটি মানুষের উদ্দেশ্যে দেশের ভবিষ্যতের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, উন্নয়নের স্বার্থে এক শক্তিশালী সরকার গঠনের কথা বলেছিলেন! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল কেন তিনি আগাম এমন কথা বলেছিলেন? কারণ দেশের সার্বিক টলোমলো পরিস্থিতিতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শিতা, জ্ঞান, চেতনা ভয়ংকর উত্তাল সমুদ্রের দক্ষ নাবিকের মত তাঁকে আগাম জানান দিয়েছিল দেশের আগামী নির্বাচনে দেশের মানুষকেই তাদের নিজেদের স্বার্থেই এবার দক্ষ জহুরীর মত খুঁজে নিতে হবে দেশের কাণ্ডারিকে! দেশের মানুষের সচেতনতার ওপরই নির্ভর করছে ভয়ংকর টলোমলো দেশের ভবিষ্যত?

এবারের লোকসভা ভোটে ৮১.৪৬ কোটি ভোটদাতার মধ্যে প্রথম ভোট দেবেন অর্থাৎ নবীন ভোটারই হল .৭৬ কোটি এই নবীন ভোটাররা ভোটযুদ্ধে নেতাদের বক্তব্য ও দলের ইস্তেহার নিয়ে কি ভাবছেন? কি বলছেন? কি করবেন? কাকে দেশ গড়ার, দেশকে সঠিক পথে চালিত করার, দেশকে শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ বিশ্বের কাছে সমীহ আদায়কারী এক উন্নত রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব দেবে?