Powered By Blogger

Sunday, November 17, 2013

বোধের ঘরের বন্ধ জানালা........

 অষ্টমীর রাতে একটা T.V channel-এ বৈঠকি আড্ডাই শুনছিলাম রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কথা ঈশ্বর বিষয়ক আলোচনায় তিনি এক জায়গায় বলছেন, ব্রহ্মা খোশামুদি, তেল খাওয়া পছন্দ করতেন। কেউ একটু খোশামুদি করলেই তাকে বর দিয়ে বসতেন। মহিষাসুর তাকে খুব তেল দিয়ে তোয়াজ ক’রে অমরত্ব প্রার্থনা করল। তখন ব্রহ্মা বলল, অমরত্ব দান করার ক্ষমতা আমার নেই। ওটা নারায়ণের ব্যাপার। অমরত্ব লাভের জন্য তোমায় নারায়ণের কাছে যেতে হবে। আমার এক্তিয়ারে যতটুকু ক্ষমতা আছে তা’ আমি তোমায় দিতে পারি। ব্রহ্মা তার এক্তিয়ারে বরাদ্দ ক্ষমতা সমস্ত উজাড় ক’রে দিলেন মহিষাসুরের জন্য। কিন্তু দিয়ে বললেন, তোমায় অমরত্ব দিতে না পারলেও আমি তোমায় বর দিলাম, তোমায় কোন পুরুষ মারতে পারবে না। তাই মহিষাসুরকে বধ করতে মা দুর্গার আবির্ভাব এখানে রঞ্জনবাবুর বলা ব্রহ্মার তেল খাওয়া বা খোশামোদের প্রসঙ্গে The greatest phenomenon of the world Sri Sri Thakur Anukul Chandra-এর একটা কথা মনে পড়ে গেল। একবার এক ভদ্রলোক আশ্রমে বেড়াতে এসেছিলেন। কথায় কথায় তিনি ঠাকুরকে নিজের চাকরী সম্বন্ধে বললেন,‘আমি খোশামোদ করতে পারি না, তাই আমার উন্নতি হয়না’। রঞ্জনবাবুর কথামতো ভদ্রলোকের অফিসের বস ব্রহ্মার মত তেল বা খোশামোদ পছন্দ করেন। ভদ্রলোককে দৈত্য বা অসুরদের মত উন্নতি যদি করতে হয় তাহ’লে ব্রহ্মা রুপী অফিসের বসকে তেল দিতে হবে, খোশামোদ করতে হবে। যাইহোক ভদ্রলোকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর তাকে দরদ ভরে বুঝিয়ে বললেন, ‘খোশামোদ করতে যাবে কেন? তবে স্তুতি করতে হয়। প্রত্যেকের বাস্তব গুণগুলি দেখতে হয়, সেগুলির তারিফ করতে হয় তাতে নিজেরও উন্নতি হয় আর, প্রত্যেকের বৈশিষ্ট্য বুঝে মনোজ্ঞ ব্যবহারে সকলকে মুগ্ধ ক’রে তাদের হৃদয় জয় করতে হয়। তখন প্রয়োজন মত তাদের তুমি সংশোধনও করতে পার। আর, এইভাবে যদি চল, মানুষকে তুমি তোমার আদর্শে অনুপ্রানিত ক’রে তুলতে পারবে। এতে মানুষ সহজেই তোমাতে স্বার্থান্বিত হ’য়ে তোমার শ্রীবৃদ্ধির সহায়ক হবে। তুমি সম্মান ও খ্যাতিলাভ করবে, সুখী হবে, পারিপার্শ্বিকের সঙ্গে সম্প্রীতি বেড়ে যাবে তোমার’
রঞ্জনবাবু দৈত্য বা অসুররাও এক একজন বড় সাধক। সাধনার মধ্যে দিয়ে তারা পিতা ব্রহ্মার বর লাভ করেছে, কেউ শিবের বর লাভ করেছে। রাবণ বা হিরণ্যকশিপু এবং আরও অন্যান্য অনেক বড় ক্ষমতাবান সাধকের উদাহরণ আছে। কিন্তু তাদের সাধনার মধ্যে দিয়ে ক্ষমতা অর্জনের লক্ষ্য বা কারণ ছিল আত্মস্বার্থ বা আত্মপ্রতিষ্টা। তাই, তাঁদের অর্জিত শক্তি বা ক্ষমতা জগতের অকল্যানের কারণ হ’য়ে ওঠে। আবার রাবণের সন্তান অসীম ক্ষমতাসম্পন্ন মেঘনাদ আর হিরণ্যকশিপুর সন্তান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ। অসাধারণ দুই ব্যাক্তিত্ব! এগুলি কি তেল বা খোশামোদের ফসল? তেল বা খোশামোদি ব্যাক্তিত্ব এমন অসাধারণ ক্ষমতাসম্পন্ন চরিত্র হ’তে পারে না বা তাঁদের এমন সন্তান জন্মায় না। এটা জন্ম বিজ্ঞানে স্বীকৃত। আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার জন্যে  বা আত্মকেন্দ্রিকতা ও হীনমন্যতা থেকে সাধনা শুরু না হ’য়ে ব্রহ্মা বা শিবকে খুশি করবার মধ্যে দিয়ে যদি এদের সাধনা শুরু হ’ত তাহ’লে স্বয়ং বিষ্ণুকে রাম বা নরসিংহ রুপে কিম্বা দশ দিকের দশ অধিদেবতার সম্মিলিত রুপ মা দুর্গা-কে আসতে হ’ত না। রঞ্জনবাবু পিতা ব্রহ্মা জানতেন তাঁর এই সন্তান সাধনার মধ্যে দিয়ে অর্জিত ক্ষমতা লাভের পর অহং মত্ততায় পথ হারাবে একদিন। তাই ঐ পুরুষের হাতে মৃত্যু নেই বিধান! অমরত্ব লাভের বর প্রার্থনা এবং তা প্রদান এই দুইয়ের মধ্যে বর প্রার্থনাকারির সাধনায় সিদ্ধি লাভের পর বর প্রার্থনায় চালাকি এবং বর প্রদানকারীর অসম্ভব প্রার্থনা পুরণের ক্ষেত্রে বর প্রদানের প্রশ্নে অম্লান ভক্তির কাছে অসহায়তার ফলস্বরুপ এমন বিধান! রঞ্জনবাবু আপনি তো জানেন কলমের শক্তি তরবারির শক্তির চেয়েও ভয়ংকর। সেই কলমের শক্তির অধিকারী যারা  তারা (আপনিও তার মধ্যে একজন) একটা সাধনা বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই শক্তি অর্জন করেছেন। এছাড়া জন্মগত সংস্কার বা পুর্বপুরুষের রক্তধারা সাধনায় সিদ্ধিলাভের প্রধান উপায় ছিল এই শক্তির অধিকারীদের। তা’ রঞ্জনবাবু এই কলমের শক্তির অধিকারীদের কলম থেকে যা’ নির্গত হচ্ছে তা’ কি রাবণ বা হিরণ্যকশিপুদের জীবন থেকে নির্গত শক্তির সমতুল্য নয়? কলমের ভয়ংকর   নীল মূত্রপাতে কি সমাজ-সংসার ভেসে যাচ্ছে না? আর তা’ছাড়া আমার মত যারা সমাজের ফালতু তারা না দেবতাদের মতন না অসুরদের মত শক্তির অধিকারী। আমরা ত্রিশঙ্কুর মত যুগ যুগ ধরে ঝুলছি। না স্বর্গে যেতে পারছি, না মর্তে ফিরে আসতে পারছি। রঞ্জনবাবু, দৈত্যদের বা অসুরদের ট্র্যাক চেঞ্জ করার একটা মস্ত উপায় বা সুযোগ আছে। বৃত্তি-প্রবৃত্তিকে খুশি করার পরিবর্তে ইষ্টপ্রীত্যর্থে যদি সাধনা শুরু হয় তাহ’লে দস্যু রত্নাকর বাল্মীকিতে, দস্যু সল সেন্ট পল-এ রুপান্তরিত হয়। আর তাছাড়া রঞ্জনবাবু, পিতা হওয়ার সুবাদে এটা বুঝেছি যে, সন্তান যদি আমার কথা না শোনে তাহ’লে কি কষ্ট হয়। সেই কষ্ট থেকেই বুঝতে পারি, পিতা ব্রহ্মার কষ্ট কি পরিমানের। সম্ভবত সব পিতারই কম-বেশি এই অব্যক্ত চাপা কষ্টের অভিজ্ঞতা আছে। মহিষাসুরের মৃত্যুতে পিতা ব্রহ্মার হাত থাকলেও সন্তানের মৃত্যুতে পিতার কষ্ট হয়েছিল বইকি। এ-প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা কথা মনে পড়ে গেল। ঠাকুর এক ভক্তের প্রশ্নের উত্তরে বললেন, “দুঃখ পাই প্রবৃত্তিমুখী হ’য়ে। আশু যদি আপনার কথা না শুনে নিজের খেয়ালে চ’লে দুঃখ ভোগে, সেখানে কি আপনি ঠেকাতে পারেন? আপনি তো চান না যে সে বেচাল চলনে চ’লে দুঃখ পায়, কিন্তু কথা যদি না শোনে কীই বা আপনি করতে পারেন? হয়তো শাসন করতে পারেন, কিন্তু শাসন করলেও যদি না শোনে”? তাই ঐ বৈঠকি আড্ডা শুনতে শুনতে ভাবছিলাম, পূর্ণতার শরণে দেখার ঝাপসা দৃষ্টি স্বছ হ’য়ে যায়। বোধের ঘরের বন্ধ জানালাগুলি খুলে যায়।          
   



কিছু প্রশ্ন!! কিছু কৌতূহল!!



 বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার ধর্ম, ঈশ্বর, গুরু সম্পর্কিত প্রচারগুলি মনের মধ্যে কিছু প্রশ্ন ও কৌতূহলের জন্ম দেয়। ব্যাপারগুলি সব জট পাকিয়ে যায়। মনচড়ুই মনের আয়নায় পথ খুঁজে পাবার আশায় ঠুকরে মরে; বলে, পথ কোথায়! পথ কোথায়! প্রথমতঃ বিবেকানন্দ ছিলেন পরমপুরুষ রামকৃষ্ণের শিষ্য। রামকৃষ্ণ ছিলেন বিবেকানন্দের GOAL. নরেন্দ্রনাথ রামকৃষ্ণের স্পর্শে বিবেকের আনন্দকে উপলব্ধি ও অনুভব করে বিবেকানন্দ হয়েছিলেন । বিবেকানন্দ হলেন পরমপুরুষ শ্রী স্রী রামকৃষ্ণ ও আমার মাঝে সেতু স্বরুপ। ওপারে যেতে হলে যেমন সেতুর প্রয়োজন হয় ঠিক তেমনি আমার GOAL-এ পৌঁছতে হ'লে বা Living Supreme Being  রামকৃষ্ণের কাছে যেতে হ'লে সেতু রুপী বিবেকানন্দের প্রয়োজন। বিবেকানন্দ আমাদের লক্ষ্য বা GOAL নয়। আবার বিবেকানন্দ ব্যাতিরেকে রামকৃষ্ণের কাছে পৌঁছনো সম্ভব নয়। কারণ তিনি উপলব্ধবান ও অনুভবি পুরুষ যাকে ছাড়া রামকৃষ্ণের কাছে পৌঁছনো সম্ভব নয়। যেমন সম্ভব নয় রামকৃষ্ণকে ছাড়া নিরাকার ঈশ্বর বা ব্রহ্মে যারা বিশ্বাসী তাদের পক্ষে সেই নিরাকার ঈশ্বর বা ব্রহ্মে পৌঁছনো। আর যারা নিরাকার ঈশ্বর বা ব্রহ্মকে উপলব্ধি বা অনুভব করেছেন তারাই একমাত্র জানেন নিরাকার ঈশ্বর বা ব্রহ্ম বা সৃষ্টির পিছনে যে কারণ আছে সেই পরম কারণিক বা কারণপুরুষ স্বয়ং মানুষের রুপ ধরে মানুষের মাঝে জন্ম নেন। আর এই উপলব্ধবান বা অনুভবি অহং মুক্ত মানুষেরা তখন সাকার ঈশ্বর বা সাকার ব্রহ্মে আত্মসমর্পণ করেন। আর তা যদি না হয় তাহ’লে বুঝতে হবে কঠিন অহং রোগে আক্রান্ত সেই ব্যাক্তি, সে যত বড় ক্ষমতাবান সর্বোৎকৃষ্ট ব্যাক্তিত্ব হোক না কেন। এটা আমাদের মনে রাখতে হবে বিবেকানন্দের পরিচয়ে রামকৃষ্ণের পরিচয় নয়, রামকৃষ্ণের পরিচয়ে বিবেকানন্দের পরিচয়। রামকৃষ্ণকে উহ্য রেখে কিম্বা আরো বলা ভালো সরাসরি উপেক্ষা করে বিবেকানন্দকে নিয়ে মাতামাতি  বিবেকানন্দ বেঁচে থাকলে কি মানতেন? আমার মনে হয় বিবেকানন্দ মানতেন না; এ-আমার দৃঢ়ও বিশ্বাস। যা' ইদানিং ভীষণ ভাবে প্রকট। আমি বিভিন্ন অনুষ্ঠানে এবং গতবছর এবং এবছরও পুজোর বিভিন্ন উদ্বোধনে শুনেছি বিবেকানন্দকে নিয়ে স্বামীজিরা যত কথা খরচ করেন রামকৃষ্ণকে নিয়ে তার দশ ভাগের এক ভাগও করেন না। আর সমস্ত মানুষ সে রাজনৈতিক দলেরই হ’ক  আর অন্য কোনো সংগঠনের হ’ক বিবেকানন্দ নিয়ে কথা বলতে তারা যতটা সাবলীল ও আগ্রহী কিন্তু যার আলোতে আলোকিত বিবেকানন্দ তাঁকে স্বীকৃতি দিতে, তাঁর কথা বলতে কোথায় যেন একটা অস্বস্তি, একটা লজ্জা ফুটে ওঠে সবার মধ্যে বা ততটা আগ্রহী নয় তাঁকে এড়িয়ে, তাঁকে পিছনে ফেলে, ভুলিয়ে দিয়ে বিবেকানন্দের জীবন, জীবন সম্পর্কিত চিন্তা-ভাবনা, বিবেকানন্দের সমাজ জীবন ও সমাজ জীবনের ত্রুটি-বিচ্যুতি এবং এর প্রতিকারের সমাধান বা বিধান সম্পর্কে বলতে গর্ব বোধ করেন। এ-প্রসঙ্গে The greatest phenomenon of the world, The divine man of the present, The Living Supreme Being Sri Sri Thakur Anukul Chadra-এর একটা কথা মনে পড়লো, কিছু স্বামীজীর সঙ্গে রামকৃষ্ণ-বিবেকানন্দ নিয়ে আলোচনা হচ্ছিলো। সেই সময় স্বামীজীদের কাছে রামকৃষ্ণ ব্যতিরেকে বিবেকানন্দ প্রসঙ্গ অতিরিক্ত গুরুত্বপূর্ণ হ’য়ে ওঠে ও প্রাধান্য পায়। তখন আলোচনাকালে কথাপ্রসঙ্গে তিনি দুঃখ করে স্বামীজীদের বলেছিলেন, "আমার বিবেকানন্দী রামকৃষ্ণ ভালোলাগে না, আমার রামকৃষ্ণী বিবেকানন্দ ভালোলাগে” এই এক কথার মধ্যে দিয়ে তিনি যা’ বলবার বা বোঝাবার বলে দিয়েছিলেন বা বুঝিয়ে দিয়েছিলেন স্বামীজীদের হিন্দিতে একটা কথা আছে, ‘সমঝদারোকে লিয়ে ইসারা কাফি হোতা হ্যাঁয়’। আমার বিশ্বাস, বিবেকানন্দ যদি জীবিত থাকতেন আর একথা শুনতেন বা জানতেন তাহ’লে স্বামীজীদের সাবধান করে দিতেন। যা’ তিনি তাঁর স্বল্প সময়ের অবস্থানের জন্য পাননি। এ-প্রসঙ্গে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরবর্তী প্রজন্ম সৎসঙ্গের প্রধান আচার্যদেব সৎসঙ্গীদের প্রাণপুরুষ শ্রী শ্রী বড়দার ভুমিকা স্মরণীয় ঠাকুরের প্রয়াণের পর স্রী স্রী বড়দাকে নিয়ে কিছু অতি উৎসাহী সৎসঙ্গীদের মধ্যে ভালোবাসার আধিখ্যেতাকে লক্ষ্য করে তা’ মাত্রা ছাড়াবার আগেই বড়দা সৎসঙ্গীদের সাবধান করে দিয়ে বললেন, “তোমরা আমাকে যে যা নামে সম্বোধন কর না কেন আদত কথা আমি স্রী স্রী ঠাকুরের কুকুর”। এই এক কথায় লক্ষ লক্ষ সৎসঙ্গী বুঝে গেছিল একথার অন্তর্নিহিত অর্থ। বুঝে গেছিল ইষ্টানুসরণ ও আচার্যানুসরণ এর মর্মার্থ। বুঝেছে আচার্যানুসরণের প্রয়োজনীয়তা। ফলে লক্ষ্যচ্যুত হয়নি সৎসঙ্গী সমাজ। লক্ষ্যচ্যুত হয়নি ঠাকুরের মিশন হাজার প্রতিকূল পরিস্থিতিতেও স্রী স্রী বড়দার বজ্রকঠিন ব্যক্তিত্বে ও নেতৃত্বে সৎসঙ্গীরা বুঝেছে ঠাকুর হলেন GOAL আর স্রী স্রী বড়দা হলেন সেই GOAL-এ পৌঁছোবার সেতু। ঠাকুরের কাছে পৌঁছতে হ’লে সেতু রুপী স্রী স্রী বড়দার অনুসরণ প্রয়োজন অর্থাৎ Realized Man  বড়দার চলন অনুসরণ অবশ্য প্রয়োজন। কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয়, কেমন করে ঠাকুরমুখী হ’তে হয়, কেমন করে ঠাকুরের ইচ্ছেগুলি আমার ইচ্ছেতে পরিণত করতে হয় তা’ তাঁর কাছ থেকে শিখে নিতে হয়। তাই ভক্তদের তাঁকে প্রয়োজন। ভক্তদের অজ্ঞানতা, ভক্তির আধিখ্যেতা, ভালোবাসার বাহুল্য, অনিয়ন্ত্রিত প্রেম, মৌখিক ও লোকদেখানো আকুলতা, ভণ্ডামি, নিজের ইচ্ছেমত ঠাকুরের যাজনের নামে গাজন সবকিছুকেই ধরিয়ে দেন, শুধরে দেন তিনি। যে ধরতে না চায়, শুধরাতে না চায় সে প্রকৃতির নিয়মেই ঝরা পাতার মত ঝরে যায়। এ- প্রসঙ্গে স্রী স্রী ঠাকুরের সাবধান বাণী স্মরণীয়। তিনি বললেন, “তুমি যা’ করছো বা ক’রে রেখেছো ভগবান তাই গ্রাহ্য করবেন, আর সেগুলির ফলও পাবে ঠিকও তেমনি। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না”। যা’র জন্য এর আগে যতবার এসেছেন পরমপুরুষ ততবারই মাত্রা হারিয়ে বেলাইন হয়েছে তামাম ভক্তকুল। যার যা’ ইচ্ছা হয়েছে তাই করেছে পরম পুরুষকে নিয়ে সিদ্ধপুরুষের ভঙ্গিতে। আর সাধারণ মানুষ, ভাঙাচোরা মানুষ, বৃত্তি-প্রবৃত্তিতে ডুবে থাকা মানুষ, অজ্ঞানী অনিয়ন্ত্রিত মানুষ, হাজার ভুলে ভরা মানুষ, অচেতন মানুষ, বেকুব মানুষ, শারিরিক, মানসিক, আত্মিক দুর্বল মানুষ, অশিক্ষিত ও লেখাপড়া না জানাওয়ালা মানুষ ইত্যাদি আমরা তাদের দ্বারা পরিচালিত হ’য়ে জীবনকে ও পারিপার্শ্বিককে করেছি ও করছি ধ্বংস। তাই সৎসঙ্গীরা প্রধান আচার্য দেবের নেতৃত্বে অনুকূল নামের পেয়ালায় তাঁর বীজ নামের সুরা ভরে পান করতে করতে মাতাল হ’য়ে ছুটে চলেছে তাঁর মিশন প্রতিষ্ঠায়। তাঁর মহিমার কথা, দয়ার কথা, ভালোবাসার কথা, প্রেরণার কথা, বেঁচে থাকা ও বেড়ে ওঠার কথা, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের কথা এক কথায় জীবনকে ঘিরে যা’ কিছু সমস্ত কথা তুলে ধরে মানুষের কাছে সৎসঙ্গীরা প্রধান আচার্য দেবের দেখানো পথে। এইজন্য ঠাকুরের কথা অনুযায়ী, ঠাকুরের দেখানো পথে সৎসঙ্গীদের বলা উচিত বা হয়ত বলেনও, ‘রামকৃষ্ণী বিবেকানন্দের মত অনুকুলি বড়দা’।
এবার প্রশ্ন জাগে মনে, ভগিনী নিবেদিতাকে বলা হয় তিনি বিবেকানন্দের শিষ্যা। কেন? তিনি কি পরমপুরুষ পুরুষোত্তম সদ্গুরু প্রিয়পরম স্রী স্রী রামকৃষ্ণের শিষ্যা নন? তিনি সাত সমুদ্র তেরো নদী পার হ’য়ে এসেও বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক Saviour of Mankind, Supreme Beloved, Living Supreme Being, Living GOD, The Almighty জীবন্ত ঈশ্বরের চরণে আশ্রয় কি পেলেন না? বিবেকানন্দ কি গুরু ছিলেন? বিবেকানন্দ যেখানে নিজেই রামকৃষ্ণের শিষ্য ছিলেন সেখানে নিবেদিতাকে নিজের শিষ্য করলেন কিভাবে? তিনি কি জানতেন না রামকৃষ্ণই একমাত্র লক্ষ্য বা গুরু, তিনি নন? এপ্রসঙ্গে স্রী স্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা সত্যানুসরণের একটা বাণী মনে পড়ল। তিনি বললেন, “গুরু হ’তে চেয়ো না, গুরুমুখ হওয়ার চেষ্টা কর”। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নররুপী নারায়ণ রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, হজরত মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ এবং সর্বশেষ স্রী স্রী ঠাকুর অনুকুলচন্দ্র ছাড়া গুরু কেউ নন “গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ। গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ স্রীগুরুবে নমঃ”। এই গুরুবন্দনা কার জন্য? একমাত্র নররুপী ঈশ্বর, ভগবান, আল্লাহ্‌, খোদা, GOD বা LORD-ই গুরু। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ এবং সর্ব্বশেষ অনুকূলচন্দ্র এঁদের জন্যই এই গুরু বন্দনা। এঁদের ছাড়া এই গুরুবন্দনা কোনও সাধকের জন্য নয়। “অখণ্ডমন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। তৎপদং দর্শিতং যেন তস্মৈ স্রীগুরুবে নমঃ”। অখণ্ড মণ্ডলাকারে সমস্ত পৃথিবী জুড়ে অবস্থিত কার চরণকে প্রণাম জানাই ভক্তকুল?
এই প্রসঙ্গে স্রী স্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, “গুরু মানেই সদ্গুরু, আচার্য। গুরু-পুরুষোত্তমই সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনিই রূপায়িত ঈশ্বর-প্রেরণা, তিনিই আত্মিক-শক্তির প্রোজ্জ্বল প্রকাশ, অস্তিবৃদ্ধির পরম অমৃতপথ দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্বয়ী সার্থকতার সারকেন্দ্র তিনিই। তাঁকে ভালবেসে, তাঁর ইচ্ছা পরিপূরণ ক’রে তঁদনুগ আত্মনিয়ন্ত্রণে, তাঁরই সঙ্গ, সাহচর্য ও সেবার ভিতর দিয়ে মানুষ ঈশীস্পর্শ লাভে ধন্য হয়। আর, গুরু-পুরুষোত্তমকে direct (সরাসরি) যারা না পায়, তারা তঁদনুবর্ত্তী আচার্য-পরম্পরার ভিতর দিয়ে তাঁর ভাবটাই কিছু না কিছু পায়। ঐ ভাব যখন মলিন ও ম্লান হ’য়ে যায়, উবে যাবার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হ’য়ে ওঠে , মানুষকে ঈশীস্পর্শে সঞ্জিবিত ক’রে তোলবার জন্য তখন তিনি আবার মানুষ হ’য়ে আসেন, মানুষের মধ্যে তাদেরই একজন হ’য়ে বিচরণ করেন, আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন, কেমন ক’রে মানুষ ঈশ্বরেরই হ’য়ে চলতে পারে সব কিছুর মধ্যে। তাই গুরু তিনিই, আর তাঁর অভাবে তঁদ্ভাবভাবিত, তঁৎচলননিরত যারা তাঁরা। যেখানে কারও কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে----তা’ অমনতর গুরুকে ধ’রেই। অবশ্য, নামকো-ওয়াস্তে ধরলে হবে না, তাঁকে অনুরাগভরে অনুসরণ করা চাই। আবার, একথাও স্মরণ রাখতে হবে----সদ্গুরু শুধু means (উপায়) নন, তিনি নিজেই goal (উদ্দেশ্য)”   
কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় জগতের যে কোনও ব্যক্তি বা সাধককে তাদের ভক্তকুল সর্বশক্তিমান ঈশ্বরের আসনে বসিয়ে দেন। এখানেই ধর্ম সম্পর্কে নাস্তিকদের নাক সিটকানোর সুযোগ। নিবেদিতার এতদিনের সাধনা কি বৃথা গেল? এত কাছে এসেও অমৃতের স্বাদ পেল না? তাহ’লে সাধনায় কি কোনও খামতি ছিল? পরমপিতা রামকৃষ্ণকে ছেড়ে তিনি বিবেকানন্দকে গুরু রুপে বরণ করলেন? কেন? আর কেনই বা বিবেকানন্দ তাঁকে শিষ্যারুপে গ্রহণ করলেন? বিবেকানন্দ কি নিবেদিতার গুরু ছিলেন? সমস্ত কিছু জানা সত্ত্বেও, বিবেকানন্দ রামকৃষ্ণকে ভগিনী নিবেদিতার থেকে আড়াল করলেন নাকি নিবেদিতাকে রামকৃষ্ণ থেকে আড়াল করলেন? কেন? এপ্রশ্নের উত্তর কোথায়? আমার মনে হয় ব্যাপারটা যেভাবে দেখানো হয় আসলে ব্যাপারটা ঠিক তেমন নয়। প্রচারটার মধ্যে কোথাও অতিশয়োক্তি বা ভক্তির আধিক্য অথবা ভুল বিশ্লেষণ আছে। স্রী স্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যদের যেমন শিষ্যত্ব গ্রহণের পদ্ধতি বা মাধ্যম হিসাবে ঋত্বিক সম্প্রদায় আছে। তাঁরা দীক্ষা দেন। দীক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত ক’রে দেন এবং করণীয় কর্তব্য বলে দেন এই মাত্র। কিন্তু ঐ ঋত্বিক সম্প্রদায় কখনোই সৎসঙ্গীদের কাছে গুরু নন বা সৎসঙ্গীরা তাঁদের শিষ্য নন। ঋত্বিক সম্প্রদায় কখনোয় সে অধিকারের অধিকারী নন, যদিও বহু ঋত্বিক ছিলেন আধ্যাত্মিক জগতের উচ্চ মার্গের পুরুষ যারা নিজেরাই এক একজন গুরু হয়ে বসতে পারতেন।  আর ঠাকুর পরিবারের সদস্য তথা প্রধান আচার্যদেব স্রী স্রী বড়দা ও বর্তমান আচার্যদেব স্রী স্রী বড়দাদা ও পরম পূজনীয় বাবাইদাদার কথা না’হয় নাই বললাম। শুধু এটুকুই বললে যথেষ্ট, ‘বোঝে সে, প্রাণ বোঝে যার’! নিবেদিতার ক্ষেত্রেও আমার মনে হয় হয়তো প্রচার পর্বে কোথাও কোনও গণ্ডগোল হয়ে আছে যা’ পরবর্তী সময়ে কেউ উদ্যোগ নেয়নি বা সাহস করেনি স্বচ্ছতা বজায় রাখতে বা ভুল শুধরে নিতে। আর বিবেকানন্দের ক্ষেত্রে বিরামহীন ব্যস্ততা ও অল্প সময়ের মধ্যে প্রস্থান হয়ত তাঁকে সে সুযোগ থেকে বঞ্ছিত করেছে। এ ব্যতিরেকে যদি অন্য কিছু হয় তবে তা দুর্ভাগ্য কিম্বা বিধির লিখন বলে ধরে নিতে হবে। স্বয়ং সাকার ঈশ্বর বা ব্রহ্ম যেখানে উপস্থিত সেখানে তাঁর চরণে আশ্রয় না পাওয়া ধর্ম জগতে বা আধ্যাত্মিক জগতে ঈশ্বর আরাধনায় সিদ্ধ বা সিদ্ধ্বা বলে খ্যাত মানুষদের দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে। এর চেয়ে সাধারণ ভাঙ্গাচোরা মানুষরা অনেক বড় ভাগ্যবান বা সিদ্ধ বা সিদ্ধ্বা বলা যেতে পারে। এর থেকে বোঝা যায় ধর্ম জগতটা বড় গোলমেলে! আর এই গোলমালের ব্যাপারটা ধর্ম জগতের সঙ্গে যুক্ত মানুষরা বা ভক্তরাই তৈরী করেছে তাদের ইচ্ছায় বা অনিচ্ছায় আধা জ্ঞানের অহঙ্কারে বা অজ্ঞানতায়। আর এই জন্যই মনে হয় মূলের সঙ্গে যোগ না থাকলে স্রোত হারিয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হয় একসময়ের কুলকুল ক’রে বয়ে চলা নদী। যদি সত্যি সত্যিই শেষ জীবনে নিবেদিতা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকে তাহ’লে হয় বুঝতে হবে স্বাভাবিক ভাবেই পরম পুরুষ রামকৃষ্ণের পূর্ব রুপের প্রতি আকর্ষণ হ’তেই পারে, এতে আশ্চর্যের কিছু নেই, এ স্বাভাবিক। আর তা’ যদি না হয় তাহ’লে প্রচার অনুযায়ী বলতে হয় তাঁর ধর্মীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে কোথাও অপূর্ণতা, খামতি, অতৃপ্তি ও তৃষ্ণা ছিল। হয়তো কোথাও তাঁর না পাওয়ার একটা খেদ ছিল। তাই কিছু একটা খুঁজে পাওয়ার তীব্র তাগিদে সামনে দিগন্ত বিস্তৃত মহাসমুদ্রের বুকে মিশে যাওয়া নীল আকাশকে ফেলে পিছন দিকে, সূর্যকে পিছনে ফেলে তাঁকে ছুটতে হয়েছিল। রামকৃষ্ণের মধ্যেই তো তিনি ভগবান বুদ্ধকে পেতেন!! কেন পেলেন না? রামকৃষ্ণের মধ্যেই পূর্ববর্তী অবতার-মহাপুরুষরা সবাই আছেন। কেন তিনি রামকৃষ্ণের মধ্যে তাঁদের ঝলক দেখতে পেলেন না!!! তবে কি রামকৃষ্ণ সম্পর্কে তাঁর কোন interest ছিল না? তিনি বিবেকানন্দের মধ্যেই নিজেকে সম্পূর্ণ concentrate করেছিলেন? তাই সামনে অবস্থিত পুর্ণতার মুর্ত রুপ, নব রুপ রামকৃষ্ণকে ফেলে তাঁর পুর্ব রুপ বুদ্ধদেব রুপী পূর্ণতার পিছনে ছুটেছিলেন শেষ জীবনে পূর্ণতা লাভের আশায়? তবে কি তিনি রামকৃষ্ণকে চিনতে পারেননি!! আধ্যাত্মিক জগতে তবে কি এতবড় ব্যর্থতা!! ভাবতে বসলে সব ওলোট-পালোট হ’য়ে যায়। কেন তিনি রামকৃষ্ণ থাকতে বিবেকানন্দকে গুরু করলেন, কেনই বা বিবেকানন্দ তাঁকে শিষ্য করলেন, বিবেকানন্দ কি তাঁকে রামকৃষ্ণের প্রকৃত পরিচয় দেননি, ভগিনী নিবেদিতা কি রামকৃষ্ণকে চিনতে পারেননি???? এরকম নানা প্রশ্নে মাথাটা এলোমেলো হ’য়ে যায়। প্রশ্ন মনে আসতেই পারে কিন্তু কে উত্তর দেবে? যাই হোক, স্পুটনিক-এর যুগে গোরুর গাড়ির ব্যবহার মানে সময় ও স্রোতের উলটো দিকে চলা। যুগের প্রয়োজন অনুযায়ী সময়ের তালে পা ফেলতে না পারা। স্পুটনিক-এর যুগে বসে স্পুটনিকের মেকানিজম দিয়েই অনুভব করতে হবে গোরুর গাড়ির মেকানিজম। গোরুর গাড়ির মেকানিজম দিয়ে স্পুটনিকের মেকানিজম বোঝা যায় না। দুটোই যুগোপযোগী গতির মাধ্যম। যখন যেমন প্রয়োজন তখন তেমন তাঁর ইচ্ছানুযায়ী তাঁর আবির্ভাব।
এপ্রসঙ্গে The divine man of the present স্রী স্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা অনেক বাণীর যে-কোনো একটা স্মরণীয়। ঠাকুর বললেন, “সকলেই পূর্ণ, সবাই বরিষ্ঠ, বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ। যখন যেমন প্রয়োজন তখন তেমন আবির্ভাব----  যুগপ্রয়োজন পরিপূরণের জন্য। যুগে যুগে সেই একজনই আসেন, পূর্ব্বতন ও পরবর্ত্তীর মধ্যে---তাই রয়েছে অচ্ছেদ্য সঙ্গতি। বিবর্ত্তনের ধারা এইভাবে এগিয়ে চলেছে। তাই, একজনকে খাটো ক’রে আর-একজনকে বড় করা ভালো নয়। স্রী কৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না, বুদ্ধদেবের মধ্যে স্রী কৃষ্ণকে খুঁজে দেখি না—এই যে দোষ। বর্ত্তমানের মধ্যে পূর্ব্বতনকে খুঁজে দেখার বুদ্ধি যদি আমাদের থাকে, তাহ’লে তাঁর মধ্যে পূর্ব্বতন প্রত্যেককে আমরা পেতে পারি এবং তাঁকে কেন্দ্র ক’রে সমগ্র মানব-সমাজ ঐক্যবদ্ধ হ’য়ে উঠতে পারে----প্রত্যেকে স্ব স্ব বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থেকে। ‘স পূর্ব্বেষামপি গুরুঃ কালেনানবচ্ছেদাৎ’। আপনার মধ্যে আপনার বাবা আছেন, ঠাকুরদা আছেন, পূর্ব্ব-পূর্ব্ব পুরুষ সবাই আছেন--- তাঁদেরই বিবর্ত্তিত রূপ। আজকের দিনে তাই পূর্ব্ববর্ত্তী কোন অবতার-মহাপুরুষকে যদি বুঝতে চাই, তবে বর্ত্তমান পূরয়মাণ অবতার-মহাপুরুষ যদি কেউ থাকেন, তাঁর মধ্যে দিয়েই বুঝতে পারব। নচেৎ তাঁর সন্ধান পাব না। আবার প্রেরিত, তথাগত, অবতার-মহাপুরুষ বা পুরুষোত্তম যারা, তাঁদের প্রত্যেকের মধ্যে সব aspect-ই (দিকই) থাকে; affair(বিষয়) দরকার, তখন টের পাওয়া যায়, নচেৎ প্রয়োজনোপযোগী কতকগুলি aspect (দিক) prominent (প্রধান) ও active (সক্রিয়) দেখা যায়, অন্য সব aspect (দিক)-এর spark (ঝলক) মাঝে-মাঝে দেখা যায়”।……..

কোন বিষয়ের ব্যাখ্যা যার যার নিজের মত হয়। জ্ঞানের গভীরতা তথা পুর্ণতার ওপর ব্যাখ্যার গভীরতা, নিখুঁততা বা পুর্ণতা নির্ভর করে। আমার মনে হয়, প্রচারিত তথ্য বা ব্যাখ্যা অনুযায়ী এইভাবে যদি দেখা যায় তাহ’লে বলা যেতে পারে, ভগিনী নিবেদিতা যদি জীবন্ত নররূপী ঈস্বর রামকৃষ্ণকে চিনতে পারতেন এবং রামকৃষ্ণের মধ্যে জীবন্ত নররূপী ভগবান বুদ্ধকে খুঁজে দেখতেন তাহ’লে রামকৃষ্ণের মধ্যেই বুদ্ধকে খুঁজে পেতেন এবং রামকৃষ্ণকে কেন্দ্র ক’রে তাঁর আধ্যাত্মিক জীবন সার্থক হ’য়ে উঠত, ফলে সমগ্র মানব সমাজকে ঐক্যবদ্ধ করার পথিকৃৎ হ’য়ে থাকতেন ভগিনী নিবেদিতা বৌদ্ধ দর্শনের প্রতি নিবেদিতার শেষ জীবনে ভালোবাসা বা আকৃষ্ট হওয়ার প্রশ্নে শেষ জীবন বা প্রথম জীবন ব’লে কোন কথা থাকত না বা সময়ের ব্যবধান থাকত না। একই কথা বিবেকানন্দের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও প্রচার অনুযায়ী অবশ্য বিবেকানন্দের ওপরেও বৌদ্ধ ধর্মের প্রভাব পড়েছিল, পড়তেই পারে; আর এটা স্বাভাবিক। এই প্রচার যদি negative aspect থেকে সত্য হ’য়ে থাকে তাহ’লে ধ’রে নিতে হ’বে বোধের কোথাও গন্ডগোল আছে। আর তা’ অবশ্যই ব্যাখ্যার দিক থেকে। কারণ কোনও ধর্মের সঙ্গে কোনও ধর্মের প্রকৃতপক্ষে কোনও বিরোধ বা তফাৎ নেই। সব ধর্মই পারিপার্শ্বিক বেঁচে থাকা ও বেড়ে ওঠার কথায় বলে। পারিপার্শ্বিক সহ বেঁচে থাকা ও বেড়ে ওঠাকে যা’ যা’ ধ’রে রাখে তাই ধর্ম। পূর্ণতা অর্জনের জন্য, চরম শ্রেষ্টতা লাভের পথে এগিয়ে চলার জন্য, প্রকৃষ্ট কৌশল রপ্ত করার জন্য, জীবনে সম্পূর্ণাবস্থা প্রাপ্ত হওয়ার জন্য, প্রকৃষ্ট গুণ বা জ্ঞান লাভ করার জন্য যা’ যা’ দরকার বা যা’ আমায় পথ দেখায় অর্থাৎ আমার সাধনা, আমার চেষ্টা, আমার অনুশীলন ইত্যাদি এবং যা’ কিছু আমার অস্তিত্বকে, আমার বিদ্যমানতাকে,পারিপার্শ্বিক সহ আমার বেঁচে থাকা ও বেড়ে ওঠাকে ধ’রে রাখে তাই ধর্ম্ম। স্রী স্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, “ধর্ম্ম যদি না’ ফুটলো তোর সংসার মাঝে নিত্ত্য কর্মে, বাতিল ক’রে রাখলি তা’রে, কি হবে তোর তেমন ধর্ম্মে?” ঠাকুর তাঁর ভক্ত বা অনুগামীদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমার ইচ্ছা ছিল, আপনাদের এমন ক’রে তৈরী করি যে, আপনাদের অপারা, অজানা কিছুই থাকবে না। বিশ্ববিজ্ঞান, কারখানা ইত্যাদি করার পিছনেও আমার ঐ উদ্দেশ্য। কি বিজ্ঞানের দিক দিয়ে, কি যন্ত্রপাতির দিক দিয়ে---কোনও দিক দিয়ে আমাদের দেশের খাঁকতি থাকে, তা’ আমার ভাল লাগে না। ধর্ম্মের ভিত্তির উপর দাঁড়িয়ে আপনারা সব ব্যাপারে অদ্বিতীয় হ’য়ে  ওঠেন, এই আমার ইচ্ছা। এই বাস্তব দক্ষতা যদি না ফোটে, তবে ধর্ম্ম হয়ে দাঁড়ায় শুধু কথার কথা। শিক্ষা কাকে বলে, সভ্যতা কাকে বলে, কৃষ্টি কাকে বলে, দেবদক্ষ চৌকস মানুষ কাকে বলে, আমার বড় সাধ হয় তার নমুনা দেখাতে।......” তাই সব ধর্ম্মই যুগোপযোগী আধুনিক । বরং বলা ভাল সব মতই যুগোপযোগী আধুনিক। মত বললাম এই জন্য যে ধর্ম্ম সম্পর্কে বোধের জায়গাটা স্রী স্রী ঠাকুর পরিস্কার ও স্বচ্ছ ক’রে দিয়েছেন। ঠাকুর বললেন, “যার-উপর যা’-কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম্ম, আর তিনিই পরমপুরুষ। ধর্ম্ম কখনও বহু হয় না, ধর্ম্ম একই আর তার কোন প্রকার নেই। মত বহু হতে পারে, এমন-কি যত মানুষ তত মত হ’তে পারে, কিন্তু তাই ব’লে ধর্ম্ম বহু হ’তে পারে না। হিন্দুধর্ম্ম, মুসলমানধর্ম্ম, খৃষ্টানধর্ম্ম, বৌদ্ধধর্ম্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও-সবগুলি মত। কোনও মতের সঙ্গে কোনও মতের প্রকৃতপক্ষে কোনও বিরোধ নেই, ভাবের বিভিন্নতা, রকমফের- একটাকেই নানাপ্রকারে একপ্রকার অনুভব! সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা’ নানাপ্রকারে হ’তে পারে; আর যতটুকু বিস্তারে যা’ হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম্ম অনুভূতির ওপর”। 

Saturday, November 16, 2013

সাড়া!!


শরীরে আগুন জ্বালিয়ে সে ডেকেছিল আমায়
সে ডাকে সাড়া দিয়ে যাওয়া হয়নি আমার।
শুধু একা একা পুড়েছি দুজনাই।
যদি পুড়লাম দুজনেই
তবে আলাদা আলাদা
একা একা পুড়লাম কেন? বুঝলাম না!
পুড়তেই যদি হবে
পুড়ি না কেন তবে, দোঁহে ?
সে-কি লজ্জা, ভয় না-কি অক্ষমতা
বা অন্য আরো অনেক কিছু?
আগুন হ’য়ে ডেকেছিল যে,
আগুন হ’য়ে যায়নি তার কাছে।
বলা ভালো, যাওয়া হয়নি তার কাছে।
এমন উদার স্বতঃস্ফূর্ত উষ্ণ আহবান !
হে ভগবান! করেছি উপেক্ষা!
জানি-না কি সে শক্তি
করেছিল পিছনে অপেক্ষা!
নিজের কাছে নিজেই রহস্যময়!
মনে জাগে বড় ভয়!
হ’য়ে বিস্ময়, প্রশ্ন করি,
শীতের রাতের দুর্লভ উষ্ণতা
নিভে যায় ধীরে ধীরে,
সক্ষমতা ছাই হ’য়ে ঝ’রে পড়ে অবশেষে!
কেন? কেন যাওয়া হয়নি?
এ-কি অভিমান, অসহায়ত্ব ? না-কি
আরো বড় আগুনের তাপ করেছিল অভিভূত!
অথচ পুড়েছি, পুড়েছি অন্তরের অন্দরে
নীরবে নিভৃতে একাকী!
অভিমান নরক কি মূল,
অসহায়ত্ব কাপুরুষতার প্রতিফলন
কিম্বা অবৈধতার ভয়।
আর, আরো বড় আগুন-
সে-কি? সে-কি ঈশ্বর?

কামনার আগুনে পুড়ি সেবিছ ঈশ্বর!!
পথ কোথায়!!!

অশ্লীল ও বাধ্যবাধকতা প্রশ্নে গড্ডালিকা প্রবাহে গা ভাসানো বর্তমান পৃথিবীর আধুনিক সভ্যতা। সামাজিক দায়বদ্ধতা মানুষকে সহনশীল করে তোলে। এখন copyist- দের যুগ। মৌলিকত্ব বা উদ্ভাবনী শক্তি এখন কোথায় পাব? প্রশ্ন জাগে মনে! আর মৌলিকত্ব ছাড়া তো সহনশীলতা একা থাকে না। দর্শন শব্দটার সঙ্গে একটা গভীর সুদূরপ্রসারী প্রগাঢ় জীবনবোধ জড়িয়ে আছে। কবি নজরুলরা জন্মায়। স্বাতন্ত্রতা সেই কবিদের মধ্যে থাকে যারা জন্মায়। কবির মুল্যবোধ, কবির সত্যপ্রতিজ্ঞ সত্যনিষ্ট বিশ্বাস জন্মানো কবির ব্যাক্তিত্বকে দৃঢ় মজবুত ক’রে কবিকে স্বাতন্ত্রতা দান ক’রে স্বতন্ত্র মানুষে পরিণত করে। আর তখন তাঁরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে, দেখতে ও শুনতে শেখে। পরিশ্রম করে স্কুলের হেডমাস্টার হওয়া যায় কিন্তু নজরুল বা রবীন্দ্রনাথ হওয়া যায় না। ভিন্ন ভিন্ন ক্ষেত্রের  জন্মসিদ্ধ ব্যাক্তিত্বরা পৃষ্টপোষকতা-কে বিনিময় ক্ষেত্রে পরিণত করে না। নিজের চোখ দিয়ে দেখা, নিজের কান দিয়ে শোনা, নিজের মুখ দিয়ে বলা তাদের সহজাত ব্যাপার। বৃত্তি-প্রবৃত্তি দ্বারা পরিচালিত তথাকথিত ব্যাক্তিতরা পৃষ্ট-পোষকতার শ্রীচরণে নিজেদের প্রতিভাকে সমর্পণ করে। তখন নীল কালি নীল মুত্রে পরিণত হয়। আর তখন নীল মুত্রের ক্ষারে জ্বলে যায় সমাজ জীবন। এরা আদর্শের কথা বলে আদর্শহীন জীবনের অধিকারী হয়ে! এরা শৃঙ্খলার কথা বলে বিশৃঙ্খল চলনার পৃষ্টপোষক হ’য়ে! এরা সভ্যতার ধ্বজা ওড়ায় অসভ্যতার নিশান হাতে! এরা সাম্যের বাণী আওড়ায় চুড়ান্ত বিলাসিতার প্রাসাদের চূড়ায় শুয়ে! গরীবের জন্য এদের অন্তরাত্মা বিলিতি দামী সুরার ঢেকুর তুলে ডুকরে কেঁদে ওঠে। বিখ্যাত ব্যাক্তিত্বের কোনও দোষ বা ভুল এদের চোখে পড়ে না বা পড়লেও To err is human ব’লে সন্তর্পণে এড়িয়ে যায়। এঁরা তেলা মাথায় তেল দেওয়ার নিপুণ খেলায় সিদ্ধহস্ত। অথচ কোনও অখ্যাত সাধারণ ব্যাক্তি যারা এঁদের খ্যাতির চুড়ায় উঠবার সিঁড়ি বা মূলধন তাদের কোনও অসাধারণ performance-এর বেলায় এঁদের চোখ তমসাচ্ছন্ন থাকে কিন্তু সামান্যতম ভুল বা দোষের বেলায় এঁদের চোখ সহানুভুতিহীন হয়ে পড়ে সেই পৃষ্টপোষকতা কিম্বা দুর্বল চিত্তের কারণে। পৃষ্টপোষোকদের দয়ায় প্রতিভাহীন, পরিশ্রমবিমুখ বহু ব্যাক্তিত্ব প্রতিনিধিদের কথা ছেড়ে দিলেও পরিশ্রম ক’রে, লড়াই ক’রে যারা উপরে উঠে আসে তাঁদেরও কিন্তু নজর থাকে সেই ভাগারের দিকেই। আদর্শের ভয়, ধর্মের ভয় এঁদের আদর্শ বিরোধী, ধর্ম বিরোধী ক’রে তোলে এবং নীল মূত্রের তীব্র ক্ষারের শক্তিতে শক্তিমান হ’য়ে এরা অধর্ম ও অনাদর্শের পরিবর্তে ধর্ম ও আদর্শকে সজ্ঞানে ঘায়েল করে। কিন্তু নানারকম জটিল পরিস্থিতিতে, নানা রঙ্গিন পরিবেশের চাপে আদর্শহীন, ধর্মহীন মানুষ, সাধারণ দিশেহারা মানুষ, পথভ্রষ্ট মানুষ, মনের জগতে সম্পুর্ণ অনিকেত মানুষ আজ এই সমস্ত ব্যাক্তিত্বের দ্বারা ছড়ানো-ছেটানো নতুন নতুন অভিভূতির দ্বারা আক্রান্ত। এই সমস্ত অতি সাধারণ মানুষেরা এই নানারকম ভয়ংকর পরিস্থিতিতে প’ড়ে এই সমস্ত ব্যাক্তিত্ত্বের দ্বারা আলোকিত, মোহিত ও রঞ্জিত হ’চ্ছে। ফলে কোনটা ঠিক, কোনটা বেঠিক; কি সত্য, কি মিথ্যা; কোনটা ভালো, কোনটা মন্দ; কোনটা আসল, কোনটা নকল আজ সাধারণ মানুষের কাছে ডালে-চালে খিচুড়ি হ’য়ে গেছে। আলাদা করা আজ কঠিন! আজ ভয়ঙ্কর সমস্যা জর্জরিত পীত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পথ কোথায়!!!

Friday, November 15, 2013

মানা, না-মানা।

মানা, না-মানা। 

মন বলল, যাকে সত্য বলে মনে করছো
আসলে তা হয়তো সত্য নয়,
মরুভূমির মাঝে মরীচিকা যারে কয়!
পাপপুণ্য জানি না, জানি শুধু সত্য।
পালন থেকে হবে পতন;
সত্য হননে যদি থাকি মত্ত।  
স্বর্গ থেকে নেবে আসা গঙ্গা
বহু ধারায় হয়েছে বিভক্ত,
মূল ধারা বয়ে যায় অনাবিল অনন্ত!
পিছে থাকে অলকানন্দা
শাখা প্রশাখা হ'য়ে কলুষিত।
মূল থেকে হ'য়ে বিচ্ছিন্ন
গতি হ'লে রুদ্ধ,
প্রাণহীন পচা ডোবায় হবে পরিণত;
পবিত্র জলাশয় জেনো,
এ-তো চিরসত্য।
অমৃতের মাঝেই আছে লুকিয়ে মৃত,
যেমন সুধা ভাণ্ডারে জ্বলন
থাকে আবৃত হ'য়ে আদৃত!
উড়াইয়া ছাই যদি পাই অমূল্য রতন,
এ- বোধিরে রাখিবো জড়ায়ে হৃদয় মাঝারে,
করিব মণিসম যতন!
রিপু জ্বরে হ'য়ে কাহিল,
শান্তির খোঁজে ফেরে বৃথা শ্রীযুক্ত শ্রীল......,
প্রভুর দুয়ারে দুয়ারে শোণিতাক্ত পায়ে!
বৃত্তি প্রবৃত্তি যারে দংশিল।
পাষাণী হৃদয় নয়, প্রভু প্রেমময়!
চরণ পুজা নাহি মাঙ্গে,
মাঙ্গে মগ্নতা 'চলনময়'
অনুষ্ঠানে বাঁধি তাঁরে
পথ পাওয়ার তরে,
অচল করে রাখি তাঁরে
 'করা' বাতিল করে!
পাওয়ার ঘরে সঞ্চিত অবশেষে
দুঃখ,কষ্ট আর কান্না!  
হে ঈশ্বর! জানি, এ আমার একান্তই,

এসব  মানা আর  না-মানা।  

শিক্ষা ও শিক্ষিতের প্রতিফলন বা পরিচয় ও বাক স্বাধীনতা !!



শিক্ষা ও শিক্ষিতের প্রতিফলন বা পরিচয় কি সেটা ভাবতে বসে সব ওলটপালট হ’য়ে গেল। আইনের বেড়াজালে সরকার বাধা পড়েছে। প্রফেসর মহাপাত্র তাঁর তৈরি মুখ্যমন্ত্রীর ব্যাঙ্গ চিত্র কাণ্ডের জেরে তাঁকে পুলিশি হেনস্থার অভিযোগে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রফেসর অম্বিকা মহাপাত্রের উদ্যোগ প্রশংসনীয়। তিনি রাজ্যবাসীকে সরকারের প্রতিহিংসা এবং পুলিশি অত্যাচারের হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু ঠিক-বেঠিক, শ্লীল-অশ্লীল প্রশ্নে আবার সব ঘেঁটে ঘ হ’য়ে গেল। খবরের কাগজে নানান কার্টুনিষ্টদের কার্টুন বেরতো আর তা’ দেখবার জন্য মুখিয়ে থাকতাম, কখন সকাল হবে। সেসব বড় মজার। কিন্তু কখনও আজকের মত দেখিনি। বাক স্বাধীনতার কি কোনও বর্ডার লাইন আছে কিম্বা থাকা উচিত? বাক স্বাধীনতার জন্য যদি কেউ আহত হয় বা অপমান বোধ করে তাহ’লে কি সেই বাক স্বাধীনতা গ্রহণযোগ্য? না-কি বাক স্বাধীনতা ওসব মান-অপমান, হত-আহত, ঠিক-বেঠিক, শ্লীল-অশ্লীল ধার ধারে না, মানে না? বাক স্বাধীনতার উদরপুর্তি হ’লেই হ’ল? স্বাধীনতা মানে কি উচ্ছৃঙ্খলতা? না-কি স্বাধীনতা মানে অবাধ ভাল করা বা করতে পারা? পরিচালক ঋতুপর্ন ঘোষ-কে দেখেছিলাম তাঁকে নিয়ে মীরের মিমিক্রি বা ভাঁড়ামিতে আহত হ’তে। কেউ যদি আহত হয় বা অস্বাচ্ছন্দ্য বোধ করে তাহ’লেও তা’ বাক স্বাধীনতার দোহাই দিয়ে বা আওতায় এনে কারোর আহত হওয়া বা অস্বাচ্ছন্দ্য বোধ করাকে খারিজ করা হবে? অন্যের গায়ে আঁচ লাগে লাগুক, আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা, ব্যাপারটা এ-রকম? আর আঁচ লাগলেই তা’ স্বাধীনতায় হস্তক্ষেপ? প্রতিহিংসা বা অত্যাচার? বাক স্বাধীনতার নমুনা আগেও দেখেছি এখনও দেখছি। ব্যাঙ্গ ছবি বা উক্তি কিম্বা যৌনতা বা ধর্ষণ সম্পর্কিত প্রশ্নে প্রতীকের ব্যবহার দেখেছি। দেখেছি সাহিত্যে ও শিল্পে ভাবধারা প্রকাশের জন্য কিম্বা মনের কোন বিশেষ ভাব প্রকাশ করার জন্য লেখক, শিল্পী, পরিচালকদের প্রতিকের ব্যবহারবুদ্ধিদীপ্ত, রুচিশীল ও মার্জিত পরিবেশনআর এখন চরম বাক স্বাধীনতার নমুনা আকছার দেখছি। দেখছি শিল্পীর আঁকা ছবিতে, পরিচালকের তৈরী সিনেমায়, কবির কবিতায়,গানে ইত্যাদিতে। সম্প্রতি বাংলা ছবি ‘প্রলয়’-এ বাক স্বাধীনতার নামে শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ খোলাখুলি কাঁচা কাঁচা গালাগালি এখন প্রকৃত বাক স্বাধীনতার সংস্কৃতি? বহু মানুষের ভক্তির জায়গা, বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালবাসার জায়গা-কে শিল্পীর ইরোটিক শিল্প ভাবনার একক বাক স্বাধীনতার অধিকারে বা অজুহাতে উলঙ্গ করা, লাঞ্ছিত করা, অপমান-অসম্মান করা, পদদলিত করার নাম বাক স্বাধীনতা!!! তাহ’লে সি, বি, আই অধিকর্তার সাম্প্রতিক মুখ ফস্কে বেরিয়ে আসা মন্তব্য ‘প্রতিরোধ করতে না পারলে ধর্ষণ উপভোগ করুন’ বাক স্বাধীনতার মধ্যেই পড়ে!! এ-ব্যাপারে কি বলেন বাক স্বাধীনতা ও মানবতার পুজারী অম্বিকা মহাপাত্ররা? তাহ’লে চারিদিকে এত ‘গেল, গেল’ রব কেন? তবুও সি, বি, আই অধিকর্তা তাঁর ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন। যদিও তাঁর এ-ধরণের মন্তব্যের পিছনে আসল কারণটা বা চাপা পড়া রাগটা স্পষ্ট ছিল।
তাহ’লে কি বাক স্বাধীনতার প্রকৃত রুপ এখন এটাই আর এটাই এখন সভ্যতা? এটাই সংস্কৃতি? এই সভ্যতায় আঁচ পড়লেই স্বাধীনতায় হস্তক্ষেপ, প্রতিহিংসা বা অত্যাচার বলে বিবেচিত হবে? স্বাধীনতা ‘গেল, গেল’ বলে আওয়াজ উঠবে? সত্যমিথ্যা, আসল-নকল, আলো-অন্ধকার, দোষী-নির্দোষ, সাধু-শয়তান সব একাকার, ডালে-চালে মিশে খিচুড়ি হ’য়ে যাবে? সব কিছুর পিছনে একটা অভিপ্রায় বা উদ্দেশ্য থাকে। সেই অভিপ্রায় বা উদ্দেশ্যই কি বাক স্বাধীনতা রক্ষা বা লঙ্ঘন-এর বিচারের মাপকাঠি হওয়া উচিত? কুট্টিরা কি এখন ব্রাত্য? শিক্ষার অঙ্গন কি এখন বাক স্বাধীনতার দাবীতে হরিহরের গোয়ালঘর? যেখান থেকে শ্রদ্ধা মা অন্নপূর্ণার মত গৃহহীন হ’য়ে রাস্তায় এসে দাড়িয়েছে! রাজ্যবাসী-কে এই অশ্রদ্ধা চাষের হাত থেকে কে বাঁচাবে?