Powered By Blogger

Friday, November 15, 2013

মানা, না-মানা।

মানা, না-মানা। 

মন বলল, যাকে সত্য বলে মনে করছো
আসলে তা হয়তো সত্য নয়,
মরুভূমির মাঝে মরীচিকা যারে কয়!
পাপপুণ্য জানি না, জানি শুধু সত্য।
পালন থেকে হবে পতন;
সত্য হননে যদি থাকি মত্ত।  
স্বর্গ থেকে নেবে আসা গঙ্গা
বহু ধারায় হয়েছে বিভক্ত,
মূল ধারা বয়ে যায় অনাবিল অনন্ত!
পিছে থাকে অলকানন্দা
শাখা প্রশাখা হ'য়ে কলুষিত।
মূল থেকে হ'য়ে বিচ্ছিন্ন
গতি হ'লে রুদ্ধ,
প্রাণহীন পচা ডোবায় হবে পরিণত;
পবিত্র জলাশয় জেনো,
এ-তো চিরসত্য।
অমৃতের মাঝেই আছে লুকিয়ে মৃত,
যেমন সুধা ভাণ্ডারে জ্বলন
থাকে আবৃত হ'য়ে আদৃত!
উড়াইয়া ছাই যদি পাই অমূল্য রতন,
এ- বোধিরে রাখিবো জড়ায়ে হৃদয় মাঝারে,
করিব মণিসম যতন!
রিপু জ্বরে হ'য়ে কাহিল,
শান্তির খোঁজে ফেরে বৃথা শ্রীযুক্ত শ্রীল......,
প্রভুর দুয়ারে দুয়ারে শোণিতাক্ত পায়ে!
বৃত্তি প্রবৃত্তি যারে দংশিল।
পাষাণী হৃদয় নয়, প্রভু প্রেমময়!
চরণ পুজা নাহি মাঙ্গে,
মাঙ্গে মগ্নতা 'চলনময়'
অনুষ্ঠানে বাঁধি তাঁরে
পথ পাওয়ার তরে,
অচল করে রাখি তাঁরে
 'করা' বাতিল করে!
পাওয়ার ঘরে সঞ্চিত অবশেষে
দুঃখ,কষ্ট আর কান্না!  
হে ঈশ্বর! জানি, এ আমার একান্তই,

এসব  মানা আর  না-মানা।  

No comments:

Post a Comment