Powered By Blogger

Saturday, November 16, 2013

সাড়া!!


শরীরে আগুন জ্বালিয়ে সে ডেকেছিল আমায়
সে ডাকে সাড়া দিয়ে যাওয়া হয়নি আমার।
শুধু একা একা পুড়েছি দুজনাই।
যদি পুড়লাম দুজনেই
তবে আলাদা আলাদা
একা একা পুড়লাম কেন? বুঝলাম না!
পুড়তেই যদি হবে
পুড়ি না কেন তবে, দোঁহে ?
সে-কি লজ্জা, ভয় না-কি অক্ষমতা
বা অন্য আরো অনেক কিছু?
আগুন হ’য়ে ডেকেছিল যে,
আগুন হ’য়ে যায়নি তার কাছে।
বলা ভালো, যাওয়া হয়নি তার কাছে।
এমন উদার স্বতঃস্ফূর্ত উষ্ণ আহবান !
হে ভগবান! করেছি উপেক্ষা!
জানি-না কি সে শক্তি
করেছিল পিছনে অপেক্ষা!
নিজের কাছে নিজেই রহস্যময়!
মনে জাগে বড় ভয়!
হ’য়ে বিস্ময়, প্রশ্ন করি,
শীতের রাতের দুর্লভ উষ্ণতা
নিভে যায় ধীরে ধীরে,
সক্ষমতা ছাই হ’য়ে ঝ’রে পড়ে অবশেষে!
কেন? কেন যাওয়া হয়নি?
এ-কি অভিমান, অসহায়ত্ব ? না-কি
আরো বড় আগুনের তাপ করেছিল অভিভূত!
অথচ পুড়েছি, পুড়েছি অন্তরের অন্দরে
নীরবে নিভৃতে একাকী!
অভিমান নরক কি মূল,
অসহায়ত্ব কাপুরুষতার প্রতিফলন
কিম্বা অবৈধতার ভয়।
আর, আরো বড় আগুন-
সে-কি? সে-কি ঈশ্বর?

কামনার আগুনে পুড়ি সেবিছ ঈশ্বর!!

No comments:

Post a Comment