Powered By Blogger

Wednesday, February 27, 2013

কেন ঘাবড়াও? কেন ঘাবড়ে যাও?


মাথা তোমার যায় ঘুরিয়ে, আর, মন যায় হারিয়ে;
এসো বন্ধু আমার কাছে,
কেন ঘাবড়াও, কেন ঘাবড়ে যাও?

নাম করে আসান মুশকিল,
বদলে যায় মেহফিল!
সকাল-সন্ধ্যে নাম যে করে
তার জীবন হাসে খিলখিল।
শোন শোন শোন, আরে বাবা শোন
এই হৃদয়ে থাক তুই মন
তুই আমার-ই, আমারই  সন্তান
কিসের এত ভয় ,
কাকে করিস ভয়?
তুই আমারই তনয়
কেন পাও ভয়?
তুই শক্তির তনয় !!
     
ভালবাসায় ঝগড়া ,
সংসার ভেঙ্গে টুকরা;
সব ঝামেলা দূর হ'ঠে যায়
নাম যখন হয় তাগড়া।
শোন শোন শোন, আরে বাবা শোন
এই চরণে রাখ তোর মন,
লাখ দুঃখের একটাই দাওয়াই
এসো না গ্রহণ করি।
কেন ঘাবড়াও, কেন ঘাবড়ে যাও?

চাকর কিম্বা মালিক,
লিডার  কিম্বা পাবলিক;
প্রভুর সামনে মাথা নোয়াও
কি রাজা কি সৈনিক!
শোন শোন শোন, আরে বাবা শোন
রাঙা চরণে থাক তুই মন;
সব সমস্যার একটাই সমাধান 
এসো না নাম করি। 
কেন ঘাবড়াও, কেন ঘাবড়ে যাও?

মাথা তোমার যায় ঘুরিয়ে, আর মন যায় হারিয়ে;
এসো বন্ধু আমার কাছে, কেন ঘাবড়াও?
কেন ঘাবড়ে যাও?