আজকাল মাঝে মাঝে মনে হয়, কে যেন ডাকছে!
মন তা জানতে চায় না, চায় না সে ডাক শুনতে।
তবুও কেন জানি মনে হয় দ্রুত ছুটে আসে সে সময়
মনে জাগে বড় ভয় পারি না তা কেন জানি গুনতে!
যদি সত্যি আসে সে সময় মেনে নিতেই হবে তা
এছাড়া নেই পথ ভিন্ন! খেদ আর আফসোস,
শেষে রেখে যেতে পারলাম না কোনও পদচিহ্ন!!
তাঁর দয়ায় ঘর পেলে, বর পেলে, পেলে বউ, সন্তান!
অর্থ পেলে, জান পেলে, পেলে মান!!
এখন তাঁর মিশন রথের দড়ি ধ'রে মারছো টান!?
জয় নিতাই! জয় নিতাই! বলছো হাজারবার!!
নিমাইয়ের নামে ধ্বনি দিচ্ছ কতবার!?
নিতাই যদি হয় মহাপ্রভু প্রভু তবে কি নিমাই!?
নিতাইয়ের নামে নিমাইয়ের পরিচিতি নাকি
নিমাইয়ের নামে নিতাই!?
জয় নিমাই! জয় নিমাই! আগে বলো সবাই।------প্রবি।
No comments:
Post a Comment