Powered By Blogger

Tuesday, February 12, 2019

জীবন ও মৃত্যু!


নিজের জন্য বাঁচাকে মৃত্যু বলে,
আর অন্যের জন্য বাঁচাকে জীবন বলে।
কোনটা তুমি চাও বন্ধু? জ্যান্ত মরা 'য়ে বেঁচে থাকা
নাকি মরার পরেও মানুষের মাঝে বেঁচে থাকা!? কোনটা?
তোমার চারপাশে তুমি দেখছো যাদের তা' মরা মানুষের মিছিল!
প্রাণময় দেহ তো নয়, যেন শবদেহ! বরফ ঠান্ডা মুষ্টিবদ্ধ হাত শিথিল!
মিছিলের ছবিটা যেন অদ্ভুত উল্টো! যেদিকে তাকাই দেখি
মাথা মাটিতে রেখে হেঁটে চলে শরীর উপরে সারি সারি পা দুটো!
তারই মাঝে তুমিও কি একজন নও!? নই কি আমিও!?
কবি-সাহিত্যিক-শিল্পী, গায়ক-নায়ক, নেতা-অভিনেতা সাথে
নয় কি দিনে-রাতে হাটে-মাঠে-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোমিও!!!
উল্টো অদ্ভুত মিছিলে মুষ্টিবদ্ধ হাত উর্ধে তুলে
যেমন হাঁটা উচিত তেমন হাঁটবে নাকি বন্ধু? যেমন হেঁটেছিল
তোমার পূর্বপুরুষ আর্য ঋষি ঝড়কে 'রে নিয়ে সাথী!
যদি থাকো রাজি রাখো বাজি ভীমবেগে হবে তুমি পার
বাধার যত পাহাড় আর খেতে হবে সারি সারি পায়ের লাথি।

No comments:

Post a Comment