Powered By Blogger

Wednesday, May 1, 2019

কথাসারি




মাথার ঘায়ে কুকুর যেমন দিশেহারা
বৃত্তি-প্রবৃত্তির চুলকানিতে
মানুষ কাণ্ডজ্ঞান হারা!!

একে প্রচন্ড গরম! দুইয়ে মাইকের শব্দদূষণ!
তিনে বাজির কান ফাটানো আওয়াজ,
চারে চিৎকার চেঁচামেচি;
নেই লজ্জা, নেই শরম!!

শব্দদূষণের হাত থেকে বাঁচতে বাঁচাতে
আগামী নূতন আধুনিক নির্বাচনী
প্রচার পদ্ধতির প্রচলন 'ক।

সভ্যতার ভবিষ্যৎ ঝুলছে গভীর শূন্যতার উপর!
এখনও সময় আছে খসে পড়ার আগে
দেশের প্রধান যেই '
দেশ চায় এক ইমানদার কঠিন ব্যক্তিত্ব!


No comments:

Post a Comment