বেশ ভালো লাগলো আদিব একরামের ‘আমরা বিজয়ী হতে শিখেছি , বিনয়ী নয়' লেখা। স্বচ্ছ ও পরিছন্ন এক লেখা, যে লেখায় বেজে ওঠে নির্মল হৃদয়ের সুরধ্বনি! খেলার মাঠে বাঙালিদের যে তেজ দেখে একজন বাঙালি হিসাবে গর্বে বুকটা ভরে গেছিল কিন্তু জয়ে উন্মত্ত মাঠের বাইরের বাঙালিদের সেই তেজ পরিবর্তিত হয়ে গেল ক্রোধে আর সেই ঘটনার লজ্জায় বাঙালি হিসাবে মাথা হেঁট হয়ে গেল একজন ভারতীয় হয়ে ভারতীয় অন্য ভাষাভাষীদের কাছে। বাঙালি খেলোয়াড়দের তেজ ম্লান হ’য়ে গেল বাঙালি দর্শকদের ক্রোধে। কোনটা ঠিক
ও গ্রহণীয়?
তেজ না ক্রোধ? ভীষণ ভালো লাগলো আদিব একরাম-কে এই লেখার মধ্যে দিয়ে কাছে পেয়ে। একটাই কথা বলতে পারি আদিব একরাম সম্পর্কে, একরামের মধ্যে খুঁজে পেলাম পুরুষোত্তম রামের প্রেমের সুবাস! আর বাঙালি হিসাবে আমার ওপার বাংলার বাঙালিদের কাছে পৌঁছে দিতে চাই The greatest phenomenon of
the world, Living Supreme Being শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণীঃ "তেজ মানে ক্রোধ নয়কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা"। শাবাশ একরাম! শাবাশ!!!!!!!!!!!!!!!!!!
http://notundesh.com/details.php?link=3284
No comments:
Post a Comment