Powered By Blogger

Sunday, July 19, 2015

কুদরত






ঈদের খুশী, রথের মজা;
আমরা সবাই রাজার বেটা মহারাজা!
রাজা আমার থাকেন কোথায়?
জানো কি তা, তোমরা প্রজা?
হৃদমাঝারে আমার তোমার
রাজা থাকেন খোশমেজাজে;
ঈদের রাতে রথের যাত্রা
প্রভু আছেন মোদের সাথে!
আয় ছুট্টে আয় আয়রে সবাই
হেথায় জীবন খুঁজে পাবি!
ঈদের সাথে রথের মজা
সেমুই পাঁপড় খাবি।
একই দিনে বন্ধু তোমার ঈদ
আর একই দিনে আমার রথ
হজরথ যে সেই শ্যাম
সেই যীশু সেই রাম
ঈশ্বর আল্লার এ-কি কুদরত!!



No comments:

Post a Comment