Powered By Blogger

Saturday, April 6, 2024

উপলব্ধিঃ ভালোবাসা ও ডাইনি ভালোবাসা।

যে ভালোবাসে, ভালোবাসতে জানে সে প্রিয়জনকে ভালোরাখতে জানে শুধু নয় প্রিয়জনকে ভালো রাখতে নিজেকে নিঃশেষ ক'রে দিতে একবারও ভাবে না। এটা স্বতঃসিদ্ধ। অস্তিতে মজ্জায়, শিরায় শিরায়, কোষে কোষে, রক্তের অনুতে পরমাণুতে মিশে থাকে সেই ভালোবাসা। শয়নে-স্বপনে-জাগরণে-ভোজনে মনপ্রাণ জুড়ে থাকে ভালোবাসার মানুষটিকে শুধু ভালো রাখার চিন্তা-চিন্তা আর চিন্তা!!! একেই বলে প্রকৃত ভালোবাসা। এ ছাড়া ভালোবাসা ব'লে আর কিছু নেই। বাকী সব ভালোবাসার নামে বৃত্তি-প্রবৃত্তির চাহিদা পূরণ। তাকে ভালোবাসা বলে না, তা হ'লো ডাইনি ভালোবাসা।
ডাইনি ভালোবাসা দিয়ে ইষ্ট ও ইষ্টস্বার্থকে প্রতিষ্ঠা করা যায় না।
( লেখা ১১জুলাই, ২০২৩ )

No comments:

Post a Comment