Powered By Blogger

Sunday, April 21, 2024

কবিতাঃ ইশ্বরের ভক্ত হও।

যদি পছন্দই না হয় তবে দূরে সরে যাও।
ঝগড়া ক'রো না আর 
ঝগড়া ক'রে অন্যকে আঘাত ক'রো না,
নিজে ম'রো না। জীবন দু'দিনের!
তুমি কিছু করলেও কাল সূর্য উঠবে 
না করলেও উঠবে।
সূর্য ওঠা তোমার করা, না করার ওপর নির্ভর করে না; 
তাই যাবার আগে দাগ রেখে যাও।
আস্তিকের অহংকারঃ
সে ঈশ্বরের পূজারী।
তাই, সে ঈশ্বরের মূর্ত রূপ মানে না। 
তুমি আস্তিক হ'য়ো না;
জীবন্ত ঈশ্বরের সেবক হও।
ধার্মিকের অহংকারঃ
সে ঈশ্বরের প্রতিনিধি।
তাই,
সে ঈশ্বরের সিংহাসনেই বসে পড়ে!
তুমি ধার্মিক হ'য়ো না;
ঈশ্বরের ভক্ত হও।
( ২১শে এপ্রিল, ২০১৮)





No comments:

Post a Comment