কবিতাঃ করোনা আশীর্বাদ না অভিশাপ?
মানবজাতির কাছে করোনা নিঃসন্দেহে অভিশাপ! অভিশাপ কতটা ভয়াবহ তীব্র তার প্রমাণ করোনা পৃথিবীর মুখেই পরিয়ে দিয়েছে মাস্ক! উচ্চবিত্ত, বিত্তশালী, উচ্চমধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত সকলের কাছেই করোনা ভয়ঙ্কর এক অভিশাপ! করোনার লাল চোখ দেখে ভয় পাচ্ছে তামাম পৃথিবীর মহাশক্তিধর রাষ্ট্রের মহাশক্তিশালী কর্ণধাররা! করোনার আগুন ঝরানো চোখ রাঙানিতে চুপসে আমসি হ'য়ে গেছে তাদের চোখমুখ! পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের হাতে হাজার হাজার মজুত থাকা পারমাণবিক ও হাইড্রোজেন বোমার উপর হিসু ক'রে দিয়েছে করোনা অবহেলায় অবলীলায়! সামান্য একটা কীট যাকে পাওয়ারফুল মাইক্রোস্কোপে দেখতে হয়, এই ছোট্ট পোকা তামাম পৃথিবীর নকল অহংকারী শক্তিমানদের পাগলা কুত্তার হাল ক'রে ছেড়ে দিয়েছে! চীন, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন ইত্যাদি ইত্যাদি দেশের বুড়োখোকাদের একে অপরকে কথায় কথায় বালখিল্য হুমকি আজ একটা সামান্য পোকার কাছে মুখথুবড়ে পড়েছে! ভয়ঙ্কর অভিশাপের বিভীষিকায় আজ কাঁপছে নকল শক্তিমান দুনিয়া! অভিশাপ! অভিশাপ!! অভিশাপ!!!
কিন্তু গরীব, দারিদ্রসীমার নীচে বসবাসকারী, দিন আনা দিন খাওয়া ও প্রান্তিক মানুষ যারা আজ সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, ব্যক্তি ইত্যাদির মাধ্যমে দু'মুঠো অন্নের যে সাহায্য পাচ্ছে তা তো করোনা না আসলে তারা পেত না! পেত কি? কেউ তাদের খোঁজ রাখতো কি? নাকি রেখেছিল কোনওদিন!? বেঁচে আছে কি মরে গেছে, বেঁচে থাকলেও কেমনভাবে বেঁচে আছে, প্রকৃত তাদের কি কি প্রয়োজন কেউ কি তাদের খোঁজ নিয়েছে নাকি নিতো? আজ করোনার কারণে তাদের কাছে এই সাহায্য খুল যা সিম সিম-এর মতো। তাদের কাছে করোনা তাই আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়! করোনা যেই কয়দিন আছে সেই কয়দিন করোনার আশীর্বাদে মরার আগে খেয়ে নিই! তারপর করোনা চলে গেলে আবার যে কে সেই! কোথায় করোনা!? কোথায় যত্তসব হাভাতের দল!? তাই করোনা এদের কাছে আশীর্বাদ! আশীর্বাদ!! আশীর্বাদ!!!
( লেখা ১৫ই এপ্রিল, ২০২০ )
All reactions:
No comments:
Post a Comment