Powered By Blogger

Friday, April 5, 2024

কবিতাঃ সদা হাস্যময়।

দাঁড়াও পথিক! থমকে একটু দাঁড়াও!!
কান পেতে শোনো একবার তুমি তাঁর বাণীঃ
"মরো না, মেরো না, পারতো মৃত্যুকে অবলুপ্ত করো"
বরাভয় হাতে দাঁড়িয়ে আছেন দিনেরাতে
পিছন পানে ফিরে পথিক একটিবার তাকাও।
কথা বলা ঈশ্বরে রাখো বিশ্বাস,
রাখো মূর্ত ভগবানে নির্ভরতা।
চলনহারা চরণপূজা আর বোবা ভগবানে স্তুতি
আনে নাকো জীবনে কভু সার্থকতা আর উন্নতি।
বিশ্বাস-বিশ্বাস আর বিশ্বাস
রাখো বিশ্বাস জীবন্ত ঈশ্বরে, ক'রো না অবিশ্বাস তাঁরে।
প্রাণ ভরে ডাকো তাঁরে, চলো তাঁর চলন ধ'রে
দিন শেষে মিলাবে বিশ্বাসে সব যা চাও তুমি।
তর্কে অযথা আয়ু হবে ক্ষয়, ঘিরবে দুশ্চিন্তা-ভয়
হারালে বিশ্বাস হবে ভরাডুবি যাবে অকালে নিঃশ্বাস,
করো আত্মত্যাগ, রাখো নির্ভরতা আর বিশ্বাস-বিশ্বাস।
রোগ, শোক, গ্রহদোষ আর বুদ্ধি বিপর্যয়, দরিদ্রতা
ঘেরে যদি সংসার জীবন আনে পদে পদে ব্যর্থতা
জীবনকে করে বিধ্বস্ত ঘরকে ক'রে তোলে নরক
জীবন মাঝে যদি থাকে জীবনেশ্বর, শত জ্বালাযন্ত্রণা
দুঃখকষ্ট যা আসে আসুক বরাভয় হাতে তিনি ঠেকান মরক।
'দের হ্যাঁয় লেকিন অন্ধের নেহি' যদি নাম চলে অবিরাম
অজ্ঞতার বন্ধ দরজা নিমেষে যাবে খুলে আসবে আরাম।।
যখন আসবে জীবনে আরাম তখন আরাম ভুলে
অশ্রুসজল চোখে ব'লো আ-রাম!!!!!!
জীবন হবে রূপময়, আলোময়, মধুময় আর রসময়
নামমদে থাকো ডুবে জীবনসুধা পান করো মিলে সবে
আনন্দময় জীবন শেষে হাসিতে খুশিতে অবশেষে
যাবার বেলা পাবে নাকো ভয় স্বর্গদ্বার যাবে খুলে, দিয়ে অভয়
মরণকালে আসবে নিতে নিশ্চিত শিয়রে প্রভু দয়াময়।
সন্তান-সন্ততি, পরিবার-পরিজন সব তাঁর চরণতলে দিয়ে
হাসিতে হাসিতে খেলিতে খেলিতে যাবে চলে তুমি
পরমপিতার ধামে হ'য়ে সদা হাস্যময়।
( লেখা ২৯শে মার্চ,২০২৪)

No comments:

Post a Comment