Powered By Blogger

Sunday, April 21, 2024

উপলব্ধিঃ এটা কোন ঠাকুর?

এটা কোন ঠাকুর? বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব-এর মত বাবা অনুকূলের চরণে সেবা লাগে অনুকূলদেব!? মা মনসা, মা শিতলার মত বাবা অনুকূলার পূজো!? ঠাকুর অনুকূল কি এত সস্তা হ'য়ে গেছে যে একটা থালার ওপর ঠাকুরের ফটো বসিয়ে বাবা তারকনাথের মত, মা মনসা, মা শীতলার মত দরজায় দরজায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভক্তি দেখাতে হবে!? এই শিক্ষা কে দিয়েছে পরমপিতাকে, বিশ্ব ব্রহ্মান্ডের মালিক পুরুষোত্তম দিন দুনিয়ার মালিক দয়ালকে বটতলার বালখিল্য ঋষি বানিয়ে রাস্তার সস্তা ভগবান সাজিয়ে ভক্তি দেখাবার!? কে সেই মহাপন্ডিত মহাজ্ঞানী মহাপুরুষ যিনি ভক্তির বালখিল্য পরাকাষ্ঠা দেখিয়ে অল্প বয়সী ছেলেদের কাছে সৃষ্টিকর্তাকে টেকেন ফর গ্রান্টেড করার আস্পর্ধা ধৃষ্টতা দেখান!? কে সেই মহাতাপস যিনি এই অল্প বয়সী ছেলেদের কাছে The greatest phenomenon of the world (বিশ্বের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময়) শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে রাস্তার সস্তা ঠাকুর বাবাজী দাদাজী মাতাজী ইত্যাদি ভুমিকায় নাবিয়ে এনেছেন!? শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে বটতলার ঠাকুর বানিয়ে রাস্তায় নাবিয়ে আনার সীমাহীন আস্পর্ধা দেখিয়েছেন কার বা কাদের নির্দেশে, কাদের শিক্ষায় এইসমস্ত বালখিল্য ভক্ত নামধারী আহাম্মকেরা ঠাকুরকে নিয়ে ছেলেখেলা করছে!? এইসমস্ত অল্পবয়সী ছেলেরা কার বা কাদের শিক্ষায় এমন শিক্ষিত হ'য়ে উঠছে!? বিকেন্দ্রিকের দল যে যেমন ইচ্ছা ঠাকুরকে নিয়ে ভক্তির কচলাকচলির প্রতিযোগিতা শুরু ক'রে দিয়েছে!!!! এরকম অন্য আর একটা ছবিতে দেখলাম ভক্তির ফোয়ারা ছুটিয়ে ঠাকুরের ফটো মাথায় নিয়ে ভক্তিরসে টইটম্বুর হ'য়ে এমনই শোভাযাত্রা করছেন ভক্তমন্ডলী যে মায়েরা ম্যাক্সি পড়ে শোভাযাত্রার একবারে প্রথমে ভক্তির ফোয়ারায় ভাসতে ভাসতে চলেছেন!!!!!! কেউ কোথাও নেই ধরিয়ে দেবার, শিখিয়ে দেবার, বুঝিয়ে দেবার, বোধের ঘরে ধাক্কা মারার যে পরমপিতা পুরুষোত্তমের শোভাযাত্রার একটা মহিমা আছে, মর্যাদা আছে, আছে একটা ঐতিহ্য, আছে একটা ইজ্জত!!!!! শ্রীশ্রীঠাকুরের বাণীর এরা জ্বলন্ত উদাহরণ! শ্রীশ্রীঠাকুর বললেন, "ইচ্ছেমতো ভজলি গুরু হ'তে মানুষ হ'লি গরু।"
( ২১শে এপ্রিল। ২০২১ )

No comments:

Post a Comment