Powered By Blogger

Friday, April 19, 2024

কবিতাঃ নরক নিশ্চিত।

তুমি মহারাজ সাধু হ'লে আজ 
আমি আজ চোর বটে; 
আমার ঘর দিলে আঁধারে ভরিয়ে বন্ধু, 
তোমার ঘরে যেন প্রতিদিন সূর্য ওঠে।
পথে পথে ঘুরে ক্লান্ত অবসন্ন 
বিধস্ত তুমি খুঁজে পেয়েছিলে ঘর, 
ঘরের শান্ত নির্মল ছায়ায় শুয়ে 
সবল হ'য়ে ক'রে দিলে তাঁকে নিমেষে পর।
এমনিভাবেই বেলা গেল 
বন্ধুকে হারিয়ে বন্দুক করলে সাথী, 
ভালোবাসা গেল হারিয়ে
দিন শেষে সন্ধ্যা ছায়ায় 
কেবল মারামারি আর হাতাহাতি।
দিনের শেষে সন্ধ্যা ছায়ায় 
রাতের ঘন আঁধারে যদি মনে হয় 
তুমি একা অনুতপ্ত হৃদয়ে এসো তুমি বন্ধু 
আছি বসে দয়ালের সাথে ঘরে ফাঁকা।
দোঁহে মিলি গাহিবো দয়ালের গান 
জুড়াইবো অশান্ত মনপ্রাণ, 
চড়িয়া দয়ালের রথে 
আনন্দ সাগরে ভাসিবো জোয়ারে 
তুলে দিয়ে নামের নিশান।
কি হ'লো লাভ দয়ালকে ধ'রে
যদি ডাস্টবিন মুক্ত না হ'লে?
মনকে ডাস্টবিন মুক্ত ক'রে
ছুটে এসো ত্বরা ক'রে
এসে ব'সো দয়ালের চরণ তলে।
দয়ালকে সাথে নিয়ে মানুষকে ঠকিয়ে 
ভাবছো করবে তুমি বাজিমাৎ? 
দয়ালকে ছেড়ে যা ইচ্ছা, যা খুশী করো তুমি 
হবে না মাথার ওপর বজ্রপাত।
প্রদীপের নীচে অন্ধকার 
এ কথা সত্যি, নয় মিথ্যা। 
তুমি নও তো সে অন্ধকার? 
দয়ালের চোখে চোখ রেখে 
ভেবে দেখো একবার। 
নতুবা সব বৃথা।
দয়ালের রাজ্যে ঢুকেছো বন্ধু
আগে হও সাহসী, হও বীর। 
বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ 
এই তিন বিষয়ে হও স্থির, 
নতুবা নরক নিশ্চিত।









No comments:

Post a Comment