Powered By Blogger

Saturday, April 6, 2024

উপলব্ধিঃ কর্মই ধর্ম বলা হ'য়ে থাকে।

সেই কর্ম কি? কোন কর্মই ধর্ম?

বৃত্তি-প্রবৃত্তির চাহিদা পূরণের দৈনন্দিন কর্ম? সেই কর্ম দিয়ে কি মানুষের মনে বেঁচে থাকা যায়? মানুষের মনে মৃত্যুর পরে তো দূরের কথা বেঁচে থাকাকালীনই বেঁচে থাকা যায় না। সেই কর্ম ইষ্ট ও ইষ্টস্বার্থপ্রতিষ্ঠার কর্ম। নারীপুরুষ নির্ব্বিশেষে সবার জীবনে বিশেষ ক'রে শিশুদের জীবনে জীবন্ত ইষ্ট অর্থাৎ জীবন্ত মঙ্গলময় ঈশ্বরকে অর্থাৎ শ্রীশ্রীঠাকুরকে প্রতিষ্ঠা করা এই-ই হ;লো জীবনের আসল কর্ম। তাঁকে বাদ দিয়ে আর যাই-ই কর্ম হ'ক না কেন তা বৃত্তি-প্রবৃত্তির চাহিদা পূরণের কর্ম। ইষ্ট প্রতিষ্ঠা ও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হ'লে বাকী সব কর্ম আপনা আপনি হয়। যেন আলাদিনের প্রদীপের দৈত্যের মতো কে যেন সব কাজ ক'রে দিচ্ছে।
( লেখা ৫ই জুলাই, ২০২৩ )

No comments:

Post a Comment