হয়তো অন্য কিছু লিখতে পারতাম। ঘুম আসছে না আবার জেগে থাকতেও ভালো লাগছে না। একটা বদ্ধ হাওয়ার মধ্যে যেন বন্দী হ'য়ে আছি। রাত গভীর! নিস্তব্ধ রাতে ঘড়ির টিক টিক শব্দ রাতকে আরও গভীর ক'রে তুলছে! ঘরে একা জেগে আছি। সামনে খোলা জানালা দিয়ে বাইরে দূরে আকাশের বুকে চলে যায় দৃষ্টি। সেখানে কালো মেঘ জমাট বেঁধেছে। ফলে আরো অন্ধকার লাগছে চারপাশটা। একটা হালকা ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকছে একটু একটু ক'রে। জানি না ঝড় উঠবে কিনা। তবে এই অন্ধকার গভীর রাতে একাকী নিজেকে বড় অসহায় লাগে। ঘরের টিমটিমে আলোয় চোখে বড় কষ্ট হয় লিখতে। তবুও মন বলে কিছু লিখবি না? জীবনের উপলব্ধি? আর তাই এই অন্ধকার গভীর রাতে না ঘুম, না জেগে থাকার ইচ্ছার মাঝে মনে হ'লো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু অক্সিজেন চাই। নেগেটিভ জীবন মাঝে একটু পজিটিভ জীবনের ছোঁয়া পেতে মন চায়!!!!! কেউ দিতে পারো কি?
জীবনের সময় অল্প তাই নেগেটিভ দেখার, শোনার আমার সময় নেই, নেই আগ্রহ বন্ধু। আর অন্ধকার তো সবাই দেখাতে পারে, আলো দেখায় ক'জন? সমস্যা তো বহু আর তা' দেখাতে পারে সবাই আর সমাধান দিতে পারে ক'জন? তাই আলো ফেলে শুধু অন্ধকার আর সমস্যার গোলকধাঁধায় ঘুরে মরার আমার ইচ্ছা নেই। গরুর জাবড় কাটার মত শুধু নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা, নেগেটিভ ছবি, নেগেটিভ বিষয় আর শুধু ঘরে, বাইরে ঝগড়া, টিভির সামনে বসলে সেখানেও সেই চ্যানেলে চ্যানেলে খবর, ডিবেট, সিরিয়াল সবেতেই শুধু ঝগড়া আর মারামারি, তর্কাতর্কি!! কে কত বড় সাচ্চা, কে কত বড় সৎ, কে কত বড় পন্ডিত শুধু গলা বাজিয়ে তার প্রতিযোগিতা!!!!! চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কোথাও একফোটা অক্সিজেন নেই, শুধুই কার্বনডাইঅক্সাইড!!!! আমি আর চাই না শুনতে প্লিজ এই নেগেটিভ কাহানী, নিতে চাই না কার্বনডাইঅক্সাইড। বুক ভ'রে নিতে চাই শুধু দখিনা বাতাস আর দেখতে চাই শুধুই সাতরঙা আলোর নাচন!!!!!!! একটু দিতে পারো কি বন্ধু কেউ?
( ১৬ই এপ্রিল, ২০১৮ )
জীবনের সময় অল্প তাই নেগেটিভ দেখার, শোনার আমার সময় নেই, নেই আগ্রহ বন্ধু। আর অন্ধকার তো সবাই দেখাতে পারে, আলো দেখায় ক'জন? সমস্যা তো বহু আর তা' দেখাতে পারে সবাই আর সমাধান দিতে পারে ক'জন? তাই আলো ফেলে শুধু অন্ধকার আর সমস্যার গোলকধাঁধায় ঘুরে মরার আমার ইচ্ছা নেই। গরুর জাবড় কাটার মত শুধু নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা, নেগেটিভ ছবি, নেগেটিভ বিষয় আর শুধু ঘরে, বাইরে ঝগড়া, টিভির সামনে বসলে সেখানেও সেই চ্যানেলে চ্যানেলে খবর, ডিবেট, সিরিয়াল সবেতেই শুধু ঝগড়া আর মারামারি, তর্কাতর্কি!! কে কত বড় সাচ্চা, কে কত বড় সৎ, কে কত বড় পন্ডিত শুধু গলা বাজিয়ে তার প্রতিযোগিতা!!!!! চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কোথাও একফোটা অক্সিজেন নেই, শুধুই কার্বনডাইঅক্সাইড!!!! আমি আর চাই না শুনতে প্লিজ এই নেগেটিভ কাহানী, নিতে চাই না কার্বনডাইঅক্সাইড। বুক ভ'রে নিতে চাই শুধু দখিনা বাতাস আর দেখতে চাই শুধুই সাতরঙা আলোর নাচন!!!!!!! একটু দিতে পারো কি বন্ধু কেউ?
( ১৬ই এপ্রিল, ২০১৮ )
No comments:
Post a Comment