Powered By Blogger

Saturday, April 6, 2024

উপলব্ধিঃ সত্য।

যদি সত্য ব'লে মনে হয়, জেনে থাকো কিছু তাহ'লে তা ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও। সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা থেকে নিজে মুক্ত হও ও সৎসঙ্গীদের মুক্ত ক'রো। কারণ ঠাকুর তোমার আমার সবার দিকে চেয়ে আছেন গভীর তৃষ্ণা নিয়ে। আমরা প্রত্যেকেই তাঁকে ঠকিয়েছি, ঠকাচ্ছি ও ঠকাবো ধ্বংস হওয়া পর্যন্ত। তাই ঠাকুর ধ'রেও যেমন পাওয়া হ'য়ে ওঠেনি কিছুই; ঠিক তেমনি পাওয়া ঘটলেও রক্ষা হয়নি শেষ পর্যন্ত। সময় থাকতে সাবধান হ'ইনি তাই। আগামী প্রজন্ম সাবধান হও।
( লেখা ৫ই জুলাই, ২০২৩ )

No comments:

Post a Comment