উপলব্ধিঃ সত্য।
যদি সত্য ব'লে মনে হয়, জেনে থাকো কিছু তাহ'লে তা ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও। সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা থেকে নিজে মুক্ত হও ও সৎসঙ্গীদের মুক্ত ক'রো। কারণ ঠাকুর তোমার আমার সবার দিকে চেয়ে আছেন গভীর তৃষ্ণা নিয়ে। আমরা প্রত্যেকেই তাঁকে ঠকিয়েছি, ঠকাচ্ছি ও ঠকাবো ধ্বংস হওয়া পর্যন্ত। তাই ঠাকুর ধ'রেও যেমন পাওয়া হ'য়ে ওঠেনি কিছুই; ঠিক তেমনি পাওয়া ঘটলেও রক্ষা হয়নি শেষ পর্যন্ত। সময় থাকতে সাবধান হ'ইনি তাই। আগামী প্রজন্ম সাবধান হও।( লেখা ৫ই জুলাই, ২০২৩ )
No comments:
Post a Comment