Powered By Blogger

Friday, April 5, 2024

প্রবন্ধঃ নেতা, জনতা, ব্যক্তি, দল ও নীতি!!!!!! পর্ব---২/৩ (জনতা/নবীন ভোটার)

ভোটের কথা অমৃত সমান!!!!!!!! 

নবীন ভোটাররা ভোটযুদ্ধের ময়দানে কি দেখলেন? কি দেখছেন? কি বুঝলেন? কি অভিজ্ঞতায় অভিজ্ঞ হ’য়ে তারা জীবনের প্রথম ভোট ময়দানে পা রাখছেন?
ভারতের আকাশে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে ‘মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর’ আওয়াজ তুলে অশুভ শক্তির প্রতীক ঝাড়ু হাতে উদিত হওয়া নতুন রাজনৈতিক তারকার নাম অরবিন্দ কেজরিওয়াল। ২০১১ সালে কেজরিওয়াল আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে যোগ দেন এবং লোকপাল আইন পাশের দাবিতে প্রচারাভিযানের মধ্যে দিয়ে দেশব্যাপী পরিচিতি পান। এই পরিচিতিকে কাজে লাগিয়ে অরবিন্দ কেজরিওয়াল ২০১২ সালের ১৫ই নভেম্বর আম আদমি পার্টি চালু করেন। আর গতবছর দিল্লী বিধানসভা নির্বাচনে ২৮টি আসন জিতে ১৮০ডিগ্রি ঘুরে গিয়ে নির্বাচন পূর্ব ভোট ময়দানের প্রচারে প্রধান শত্রু দুর্নীতি গ্রস্ত কংগ্রেসের জেতা মাত্র ৮টি আসনের সহযোগীতায় বিজেপি-কে নিশ্চিত সরকার গঠনের সুযোগ থেকে বহুপূর্ব পরিকল্পিত কৌশলী পদক্ষেপে বঞ্চিত ক’রে জনগণকে স্তম্ভিত ক’রে ২৮শে ডিসেম্বর’১৩ দিল্লিতে সরকার গঠন করে কেজরিওয়ালের আম আদমি পার্টি(এপিপি)। আর সরকার গঠন করার ৪৯দিনের মাথায় জন লোকপাল বিল বিধানসভায় পাশ করাতে ব্যর্থ হ’য়ে পদত্যাগ করেন আম আদমি প্রধান তথা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তারপরেই কোমর ক'ষে নেবে পড়েন আবার নির্বাচনী ময়দানে।
এবারের নির্বাচন লোকসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস। আর নির্বাচন পরবর্তী সরকার গঠনের সময় সর্বাধিক জনাদেশ নিয়ে আসা বিজেপি হয়ে গেল কেজরিওয়ালের প্রধান বিরোধীপক্ষ! কেজরিওয়ালের অন্যতম সাথী কিরণ বেদীর প্রস্তাব ছিল বিজেপিকে সমর্থন দিয়ে সরকার গঠনে সাহায্য করার। কেজরিওয়াল সে প্রস্তাব উড়িয়ে দিয়ে নির্বাচনে্র প্রচারে প্রধান শত্রু দুর্নীতিগ্রস্ত কংগ্রেস দলের সমর্থনে সরকার গঠন করলেন। নির্বাচনপূর্ব প্রধান প্রতিপক্ষ দুর্নীতিগ্রস্ত কংগ্রেস নির্বাচন পরবর্তী হ’য়ে গেল কেজরিওয়ালের পরম বন্ধু! আর বিজেপি হ’য়ে গেল প্রধান শত্রু! সেই সময় দিল্লীর আকাশে আর একবার শোনা গিয়েছিল আলেকজান্ডারের সেই আশ্চর্য্য গলার স্বর! বাতাসে ভর ক’রে ভেসে এলো সেলুকসের উদ্দেশ্যে বলা সেই বিস্ময়াভূত কন্ঠস্বর, সঙ্গে নতুন সংযোজন! ‘সত্য সেলুকস! কি বিচিত্র এই দেশ আর এই দেশের শিক্ষিত মানুষ!!' দিল্লীর সীমানা ছাড়িয়ে সেই কন্ঠস্বর ছড়িয়ে পড়ল দেশের গন্ডী ছাড়িয়ে বিদেশে! ৪৯দিনের মাথায় সরকার থেকে বেরিয়ে এসে দিল্লীর শাসনভার কেজরিওয়াল তুলে দিলেন স্বাভাবিক ভাবেই রাষ্ট্রপতির হাতে। দিল্লী দখল বিজেপি-র অধরাই থেকে গেল। আর কংগ্রেস হাঁফ ছেড়ে বাঁচল! ভারতবর্ষের রাজধানী দিল্লীর বুকে শতাব্দীর সেরা ম্যাজিক দেখল পৃথিবী বিখ্যাত যাদুকর পি সি সরকারের দেশের মানুষ তথা পৃথিবীর মানুষ আম আদমি পার্টি তথা কেজরিওয়াল কি অসাধারণ দক্ষতায় দিল্লীর উচ্চশিক্ষিত মানুষদের রাজনীতির যাদুতে যাদু করলেন!
ব্রাভো কেজরিওয়াল, ব্রাভো!!!!
এর পরবর্তী অধ্যায়ে কেজরিওয়াল কি করলেন?
( লেখা ৫ই এপ্রিল, ২০১৪)
All reac


No comments:

Post a Comment