সুশীল সমাজ সাদাকে সাদা, আর
কালোকে কালো বলতে, দেখতে ছিল অভ্যস্ত;
এখন তাঁরা সাদাকে দেখে কালো আর
কালোকে দেখে তাঁরা সাদা,
আর রঙিন চশামায় ঢেকে রেখে চোখ
আজ কথার ফুলঝুরি ছড়িয়ে জাগলারিতে করে
সমাজ-দেশ ব্যতিব্যস্ত!
সত্যি সত্যিই দিন বদলেছে। (১০)
অসুরের সুরে পরিবর্তন নতুন কিছু নয়,
কিছু করলেও পেটাও আর
আগে সম্পর্ক ছিল পরস্পরে নির্মল তাগড়া।
এখন সবার মনোভাব জান্তে-অজান্তে
সাক্ষী ইতিহাসের পাতায় পাতায়
কিন্তু যে ছিল সুরের পূজারী
সে হ'য়ে গেল হঠাৎ বাজারি
আজ গায়ে অসুরের নামাবলী জড়ায়!
সত্যি সত্যিই দিন বদলেছে। (১১)
আগে ডান হাত দিলে
বাঁ হাত জানতে পারতো না।
জানলেও ঘরের বন্ধু বিভিষণের কাছে জানতো।
এখন দেওয়ার আগে ভুতের মতো
নাকি সুরে কোমর দুলিয়ে নেচে নেচে
আর ঢাক পিটিয়ে গান গায়,
ম্যায়নে কিয়া না! ম্যায়নে দিয়া না!!
ম্যায়নে কিয়া না! ম্যায়নে দিয়া না!!
আর ঘোমটার তলায় খেমটা নেচে
সাধু সেজে কমন্ডলুতে মারে চুক চুক।
এখন কলি যুগ, তাই নিজের ঢাক
নিজে পেটাবার আজব যুগ।।
সত্যি সত্যিই দিন বদলেছে। (১২)
আগে অন্যে পেটাতো;
এখন নিজের ঢাক নিজে পেটাও!কিছু করলেও পেটাও আর
না করলে আরো জোরসে পেটাও!!
সত্যি সত্যিই দিন বদলেছে। (১৩)
ছোটবেলায় ইজ্জতের কাঙাল দেখেছি
এখন নিজের ইজ্জৎ বিকিয়ে অন্যের ইজ্জৎ
নষ্ট করার কাঙাল চরিত্র দেখছি।
সত্যি সত্যিই দিন বদলেছে।(১৪)
আগে সবাই সবার সঙ্গে যেচে কথা বলতো
সত্যি সত্যিই দিন বদলেছে।(১৪)
আগে সবাই সবার সঙ্গে যেচে কথা বলতো
এখন সবাই অপেক্ষা ক'রে থাকে
অন্যে আগে বলুক আমি পরে বলবো।
ফলে সবাই থাকে একা-বোবা
আর খাচ্ছে দিনরাত মশালা ধোঁকা
বুঝতে পারছেই না জ একা থাকাই বোকা।
বুঝতে পারছেই না জ একা থাকাই বোকা।
সত্যি সত্যিই দিন বদলেছে। (১৫)
আগে সরল মনে মানুষ বলতো আগেভাগে কথা
আগে সরল মনে মানুষ বলতো আগেভাগে কথা
এখন আগ বাড়িয়ে কথা বললেই ভাবে,
বান্দার নিশ্চয়ই আছে কোনও ধান্দা !
আগে সম্পর্ক ছিল পরস্পরে নির্মল তাগড়া।
এখন সবার মনোভাব জান্তে-অজান্তে
শালা দিই লাগিয়ে ঝগড়া।
আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাই,
আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাই,
আর মুচকি মুচকি হাসি ছড়িয়ে
অম্ল ঢেঁকুর তুলে যাই।
আর, বিপদে পড়লেই বলে,
পায়খানা পেয়েছে ভাই, আমি এখন বাড়ি যাই।
এ হ'ল ডাইনী ছাঁচ,
সাবধান, থেকো এর থেকে দূরে
থেকো সরে সরে, দিও না লাগতে মনে
এ ছোঁয়াচে রোগের আঁচ।
( ১৮ই/১৯শে এপ্রিল, ২০১৯ )
No comments:
Post a Comment