শ্রীশ্রীঠাকুর বললেন, "ছেলেকে শত শিক্ষা, শত শাসনে----কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না,-----মা যদি তাহার জীবনের মূলভিত্তিগুলিকে উপযুক্তরূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়; তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও; পাঁচ হইতে দশ বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে---- তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে---নিশ্চয়ই জানিও।"
আসুন সন্তানের ভবিষ্যৎ মঙ্গলের জন্য সাবধান হ'ই ও নিজেকে ও নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করি ও শিশু বড় হ'ইবার আগে পাল্টাই।
No comments:
Post a Comment