Powered By Blogger

Saturday, April 6, 2024

উপলব্ধি: সৎসঙ্গী বাবা-মায়ের প্রতি,

আমি, তুমি মানুষ হ'ইনি তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমার তোমার সন্তান যেন মানুষ হওয়া থেকে বঞ্চিত না হয় খেয়াল রেখো শিশুর শৈশব থেকে।

শ্রীশ্রীঠাকুর বললেন, "ছেলেকে শত শিক্ষা, শত শাসনে----কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না,-----মা যদি তাহার জীবনের মূলভিত্তিগুলিকে উপযুক্তরূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়; তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও; পাঁচ হইতে দশ বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে---- তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে---নিশ্চয়ই জানিও।"

আসুন সন্তানের ভবিষ্যৎ মঙ্গলের জন্য সাবধান হ'ই ও নিজেকে ও নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করি ও শিশু বড় হ'ইবার আগে পাল্টাই।

No comments:

Post a Comment