মানুষ রূপে ধরাধামে
তখন গরুর মত করিস গুরুগিরি
কেন? কিসের লোভে? কিসের টানে?
ঈশ্বর মানে ভালোবাসার সমুদ্র।
ঈশ্বর নেই জীবনে ভালোবাসা নেই।
ভালোবাসা নেই জীবন নেই।
জীবনে জীবন্ত ঈশ্বর নেই ;
মানে ভালোবাসি শয়তানকেই।
ঈশ্বর মানেই রক্তমাংস সংকুল জীবন্ত চিত্র।
রক্তমাংসসঙ্কুল ঈশ্বর নিত্য,
বাকী সব ঈশ্বর অমূর্ত অনিত্য।
আর জীবন্ত ঈশ্বর বিহীন জীবন মানেই
প্রাণহীন ধর্মহীন চরিত্র।
ধর্মহীন চরিত্র শয়তানের মিত্র।
ধর্মপ্রাণ চরিত্র ঈশ্বরের নেত্র।
ধর্ম মানে কি লম্ফঝম্ফ হৈ হুল্লোড়?
এতবড় সাধক তুমি!এত দিব্যজ্ঞান!
ঠাকুর স্বয়ং সহায় তোমার,
ঠাকুর তোমার ধ্যান!
আকাশবাণী পাও শুনতে, তাই
ঠাকুর আত্মজদের করো খানখান!!
বংশ তোমার করলে ধ্বংস,
বাকী সব ঈশ্বর অমূর্ত অনিত্য।
আর জীবন্ত ঈশ্বর বিহীন জীবন মানেই
প্রাণহীন ধর্মহীন চরিত্র।
ধর্মহীন চরিত্র শয়তানের মিত্র।
ধর্মপ্রাণ চরিত্র ঈশ্বরের নেত্র।
ধর্ম মানে কি লম্ফঝম্ফ হৈ হুল্লোড়?
এতবড় সাধক তুমি!এত দিব্যজ্ঞান!
ঠাকুর স্বয়ং সহায় তোমার,
ঠাকুর তোমার ধ্যান!
আকাশবাণী পাও শুনতে, তাই
ঠাকুর আত্মজদের করো খানখান!!
বংশ তোমার করলে ধ্বংস,
আসবে না কোনওকালে ভগীরথ;
তোমার পাপের বোঝা চাপিয়ে দিয়ে
চারিপাশে সবাইকে করলে অসৎ।
ঠাকুর আত্মজের নিন্দা ক'রে হ'লি ইষ্টনিষ্ঠ!
গালিগালাজের ছুটিয়ে বন্যা
ভাবছিস হবি হৃষ্টপুষ্ট?
ওরে পাপিষ্ঠ, দ্যাখ দেখি কি বলে ঠাকুর কনিষ্ঠ।
ঈশ্বর মানে ভালোবাসার সমুদ্র।
ভালোবাসা নেই, ঈশ্বর নেই ;
তোমার পাপের বোঝা চাপিয়ে দিয়ে
চারিপাশে সবাইকে করলে অসৎ।
ঠাকুর আত্মজের নিন্দা ক'রে হ'লি ইষ্টনিষ্ঠ!
গালিগালাজের ছুটিয়ে বন্যা
ভাবছিস হবি হৃষ্টপুষ্ট?
ওরে পাপিষ্ঠ, দ্যাখ দেখি কি বলে ঠাকুর কনিষ্ঠ।
ঈশ্বর মানে ভালোবাসার সমুদ্র।
ভালোবাসা নেই, ঈশ্বর নেই ;
আর, ঈশ্বর নেই যেখানে
জীবন নেই সেখানে।
প্রেমহীন, ভালোবাসাহীন, রসহীন,
আলোহীন, মধুহীন, রূপহীন জীবন যেখানে
সেখানে শুধু মরণ আর মরণ, মরণ আর মরণ।
জীবন নেই সেখানে।
প্রেমহীন, ভালোবাসাহীন, রসহীন,
আলোহীন, মধুহীন, রূপহীন জীবন যেখানে
সেখানে শুধু মরণ আর মরণ, মরণ আর মরণ।
( ১৪ই এপ্রিল, ২০১৭-১৮ )
No comments:
Post a Comment