শুনেই বুঝি ভক্তি তোমার কতখানি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
শুনেই ভাবি ভক্তিতে ফাঁক কতখানি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
শুনেই ভাবি চালাকিতে মহান কত তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
ধরি মাছ না ছুঁই পানিতে দক্ষ তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
সাপও মারলে, লাঠিও ভাঙ্গলে না তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
কুল রাখি না শ্যাম রাখিতে এক্সপার্ট তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
সরাসরি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলতে লজ্জা পেলে তুমি!?
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
ডাক্তার না হ'য়েও তাঁকে ডাক্তার অনুকূলচন্দ্র বললে তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
নিজের আদর্শকে মিথ্যে ডাক্তার ব'লে পরিচয় দিলে তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
জীবন্ত ঈশ্বরকে তুচ্ছ ডাক্তারের গণ্ডীতে বাঁধলে তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
সৃষ্টিকর্তার বাণী ব্যবহার ক'রে নিজের কাজের পরিচয় দিলে
কিন্তু তাঁকে স্বীকৃতি দিতে সঙ্কোচে ভুগলে তুমি!!
অবাক পথিকৃত অবাক করলে তুমি!
সোশ্যাল মিডিয়ার মতো বড় মঞ্চ পেয়েও
বুক ফাটো ফাটো ক'রে দৃপ্ত ভঙ্গিতে বলতে পারলে না
বিশ্বের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় পুরুষোত্তম
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত তুমি!!
***************************************
***************************************
অবাক সৎসঙ্গী অবাক করলে তোমরা!
ভিডিওতে পথিকৃতের মুখে ডাঃ অনুকূলচন্দ্র শুনেই
চিরপরিচিত 'জয়গুরু, জয়গুরু'-তে কাঁপিয়ে দিলে ধরা!!
অবাক সৎসঙ্গী অবাক করলে তোমরা!
দেখলে না তলিয়ে কি আছে ভিডিওতে,
কি বলছে দাদাগিরিতে, শুধু অনুকূল নাম শুনে
লম্ফ দিয়ে ঝম্প মেরে শেয়ার করলে ভিডিও ত্বরা!!
অবাক সৎসঙ্গী অবাক করলে তোমরা!
অনুকূলের নামের আগে ডাক্তার শুনে
আহ্লাদে আটখানা আর আবেগে ষোলোআনা হ'য়ে
হ'য়ে গেলে এক একজন তোমরা জ্যান্ত মরা!!
অবাক সৎসঙ্গী অবাক করলে তোমরা!
এমনটা হয়েছিল শ্যাম বেনেগালের ছবি
The forgotten hero Netaji Subhas Bose-এর বেলা।
ছবিতে দেখিয়েছিল কলকাতায় নেতাজীর ঘর
আর সেই ঘরে দেওয়ালে টাঙ্গানো আছে শ্রীশ্রীঠাকুরের ছবি।
একঝলক সেই ছবি দেখে হৈ হৈ রৈ রৈ ক'রে
দিকে দিকে সগর্বে সরব হয়েছিল সৎসঙ্গীরা
যেন শ্যাম বেনেগালের হাতে মুক্তি পেয়েছিল
নেতাজীর ঘরের দেওয়ালে টাঙ্গানো ফটোর আর
সমাজসেবী পথিকৃতের ডাঃ অনুকূল বেচারা!!
অবাক সৎসঙ্গী অবাক যে বারবার!
মাসের পর মাস আর বছরের পর বছর
দেখি সৎসঙ্গ জগতে অবাকের কারবার!!
অবাক সৎসঙ্গী অবাক যে বারবার!
এমনই সচেতন ইষ্টপ্রতিষ্ঠা আর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় বিভোর
ইষ্টপ্রাণ শ্রীশ্রীঠাকুরের সোনার সৎসঙ্গীরা আমার!!!!!!!
সেলাম সৎসঙ্গী! সেলাম জানাই অনিবার।।
( লেখা ২৫শে ফেব্রুয়ারী, ২০২৪)
No comments:
Post a Comment