Powered By Blogger

Friday, April 5, 2024

কবিতাঃ বিধির বিধান

বিধির বিধান মানিনি নিজে,
চলেছি উল্টো পথে!
ছেলের ভিতর নিজের ছায়া দেখে
আঁতকে উঠছি প্রতিরাতে!!
আজ যেটা করছো তুমি,
ছেলের জীবনে দেখবে সেটা
ফুটে উঠছে আগামীকাল রাতে;
ছেলেই যে তোমার জীবন আয়না
সময়ে বুঝবে তা হাতেনাতে।
আপন থেকে আজ ভালো পর, ভেবে
আছো বিন্দাস অলীক মায়ায় ডুবে
কিন্তু দিনের শেষে দেখবে এসে
পরের চেয়ে ভালো নিজের ঘর---
হায়! কি হবে দিন চলে গেলে পর
ভেবে ভেবে সূর্য পাটে গেলে শেষে?
আপ ভালা তো ঘর ভালা
ঘর ভালা তো জগত ভালা
এই মানসিকতা নিয়ে আর
পেশাধারী মনোভাবে ধরো
জীবনটাকে বাগিয়ে। দেখবে বন্ধু
বিধির বিধান মেনে ছেলের জীবনে
সোনা ফলবে খলখলিয়ে।




 

No comments:

Post a Comment