করোনার মত এমন মাঝে মাঝে হ'লে ভালো হয়! তাই নয় কি? গরীব প্রান্তিক মানুষগুলোর তো কোনও ভয় নেই! তারা তো মরার অনেক আগেই মরে গেছে! সত্যিই ভয় আছে কি!? আনুষ্ঠানিক মরা শুধু বাকি! তাহ'লে আজকের ভয়াবহ পরিস্থিতিতে প্রকৃত কারা ভীত!! জানি না, সত্যিই কি একেবারে প্রান্তিক মানুষগুলো মৃত্যুকে ভয় পায়!? মৃত্যু ভয় তো তোমার-আমার! মৃত্যু ভয় পেট মোটার! পেট-পিঠ যাদের আলাদা ক'রে আর চেনা যায় না তাদের কাছে কাছে সাহায্য পৌঁছে যাচ্ছে!? যাওয়া সম্ভব!? হঠাৎ ক'রে সাহায্য করতে গেলেও তার একটা পরিকাঠামো থাকে। সেই পরিকাঠামো সত্যি সত্যিই আছে দেশের কোনায় কোনায়!? আর হঠাৎ ক'রে করোনা নামক হায়েনারা আক্রমণ চালাবে তা কি মানব আগে জানতো? একটু খবর দিয়ে আসতে হয় নাকি! চোরের মত আসার কি দরকার!? আগে যেমন ডাকাতরা জানান দিয়ে ডাকাতি করতে আসতো! ডাকাত হ'লেও একটা ইজ্জৎ ছিল তাদের। যাই হ'ক, যুগটাই তো কলি আর তাই জানান দেওয়াটা নিরর্থক ও বোকামি! তবে এইসময় কি আর করা যাবে, মন্দের ভালো! নাই মামার চেয়ে কানা মামা ভালো আর কি! আর এই ফাঁকে একটু নাহয় স্বজন পোষণ হ'লোই, কি আছে তাতে, সঙ্গে একটু ছবিটবি উঠলো! এ আর এমন কি দোষের!? দোষ মনে করলেই দোষ খুঁজে বের করা যায়! কথায় আছে ঠগ বাঁচতে গাঁ উজাড় হ'য়ে যাবে! তবে একটু, বেশী না, একটু বিবেকবান হ'লেই চলবে! শুধু চলবে না দৌঁড়বে!!!!! কারণ এটা যে ঘোর কলি!
( লেখা ৫ই এপ্রিল,২০২০)
No comments:
Post a Comment