তব পরশ লাগি; প্রাণ উচাটন, দেহমন নয় ক্ষীণ।
অশরীরী স্পর্শে জাগাও শিহরন হে দয়াল প্রভু
আমার শরীরে-মনে শয়নে-স্বপনে-জাগরণে
প্রাণময় সত্ত্বার গভীরে নামময় স্পন্দন শুধু
থাকুক অহোরাত্র। হে দয়াল চাহি না অর্থ,
চাহি না মান, যশ, মান-অভিমান
তোমার অতিবাহিক সত্ত্বার ছোঁয়ায় রন্ধ্রে রন্ধ্রে
ঘটুক বিস্ফোরণ জুড়াক আমার ক্লান্ত শ্রান্ত প্রাণ।
( লেখা ১লা জানুয়ারি, ২০২৪)
No comments:
Post a Comment