প্রথম দু'টো পয়েন্ট ঠিক আছে। তাঁকে তারাই ভয় পায় যারা বোকা, দূর্বল, কপট, অসৎ, ভন্ড ইত্যাদি। আর যারা অজ্ঞানী, অবিশ্বাসী, কিছু না ক'রে শুধু পাওয়ার প্রত্যাশী তাঁরা তাঁর কাছে জাগতিক সব কিছু চায়।
আর তৃতীয় পয়েন্ট সম্পর্কে বলতে পারি, সর্বত্রই তিনি আছেন একথা সত্যি তবে পরিবেশ একটা প্রধান গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাঁতে একাগ্র হওয়ার জন্য। যেমন জীবনে বেঁচে থাকার জন্য ও বেড়ে ওঠার জন্য অন্যতম উপাদান নীরবতা ও শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ প্রয়োজন তেমনি প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যমণ্ডিত নির্মল পরিবেশ। দরকার প্রকৃতির রূদ্রমূর্তি ধারণের সময় একটু নিরাপদ আশ্রয়। ঠিক তেমনি একসঙ্গে অনেকে মিলিত হ'য়ে ঈশ্বরের নামগানের জন্য অনুকূল পরিবেশের জন্য উপাসনালয় দরকার। নিভৃতে, নিরালায়, নির্জন প্রাকৃতিক পরিবেশ যেমন দরকার ঈশ্বর আরাধনার জন্য ঠিক তেমনি লোকালয় মাঝে, ভিড়ের মাঝেও দরকার তাঁতে মন কন্সেন্ট্রেট করার সাধনা। এই সাধনার জন্য লোকালয় মাঝে চাই তাঁর উপাসনালয়।
আর এছাড়া, আমার যদি নিজের বাড়িঘর থাকে তাহ'লে তিনি যতই সর্বত্র বিরাজমান হ'ক না কেন যেহেতু তিনি নিজে আমার মত দেহ নিয়ে এই ধরাধামে আবির্ভূত হন তাই আমার মত তাঁরও ঘর দরকার। আমার অন্তরের অন্তস্থলের নির্ভেজাল, অকপট ভালোবাসামন্ডিত হৃদয়, মন ও আত্মা চায় আমার মাথার ওপর খোলা প্রকৃতির মাঝে যেমন আমার ঘরবাড়ি আছে ঠিক তেমনি আমার ঈশ্বরের জন্য চায় তেমনি ঘর। আর আমি যেমন আমার অস্তিত্বকে, আমার থাকাটাকে বিভিন্ন চাহিদা ও কর্মের মধ্যে দিয়ে উপভোগ করতে চাই পরস্পরের সঙ্গে মিলেমিশে আর তাই জন্য প্রয়োজন মাথার ওপর আশ্রয়। যেহেতু আমার নিজের জন্য আশ্রয় চাই তাই আমার এই অস্তিত্বের পরম উৎস যিনি, আমার ও আমার চারপাশের সবকিছুর সৃষ্টিকর্তা যিনি প্রথমে আমার থাকার আগে তাঁর বাস্তব উপস্থিতির কথা ভেবে, তাকে বাস্তব ভাবে সেবার মাধ্যমে উপভোগ করার কথা ভেবে, তাঁর থাকার জন্য ঘর বা মন্দির, মসজিদ, গির্জা বা উপাসনালয় যাই-ই বলা হ'ক না কেন আমার বোধ, আমার বুদ্ধি ও অনুভূতি অনুযায়ী তাঁর জন্য সর্বাগ্রে একটা ঘর দরকার। যেখানে আমি তাঁকে বাস্তব সেবার মাধ্যমে প্রতিষ্ঠা করবো আমার বাবা-মা, প্রিয়জন, আত্মজন ইত্যাদি-কে বাস্তবভাবে সেবা করার আগে, প্রতিষ্ঠা করার আগে। তাঁর থাকার জন্য আগে আশ্রয় বা ঘর তৈরী করবো। কারণ তিনিও আমার মতো রক্তমাংসের শরীর নিয়ে মানুষের মাঝে মানুষ হ'য়ে আসেন আর তাই আগে তাঁকে যথাশীগ্র সম্ভব চিনে নিয়ে আগে তাঁর থাকার জন্য বাসা তৈরী করবো। এবার আপনি তাঁকে যা ইচ্ছা তাই ভাবে প্রেম ভালোবাসা নিবেবেন করবেন তা হবে না। করতে পারেন না, পারবেন না, যাযাবরের মতো আর যাকে হ'ক তাঁকে ভালোবাসা বা প্রেম করা যায় না। তাঁর জন্য সর্বপ্রথম হৃদয় উৎসারিত, মন-প্রাণ সমর্পিত সুন্দর, অতি সুন্দর, ঝকঝকে, ঝলমলে ঘর দরকার। সেটা আমার রক্তমাংসের জীবন্ত দয়াল প্রভুর ঘর। সেখানে আমার ঘরবাড়ি দরকার গৌণ।
No comments:
Post a Comment