Powered By Blogger

Friday, April 5, 2024

কবিতাঃ আমার আমি........

বাঁচতে চাই, পারি না!
মরতে চাই, তাও পারি না!
বাঁচা যার হাতে তাকে চাই, পাই না!
মরা যার হাতে তাকে ডাকি, সাড়া দেয় না!
বিষ্ণু দূত কে বলি, এসো খেলা করি!
সন্দেহের চোখে তাকায়, কাছে আসে না!
যম দূতকে ডাকি, বলি, এসো করো আলিঙ্গন আমায়!
দাপট দেখিয়ে চলে যায় বলে, সময় হলেই আসবো চলে
ডাকলেই আসবো এমন জেনো হয় না!
তবে কি ব্রাত্য এ জীবন এই জনমে!?
মরি লাজে হায়! মরি শরমে মরমে মরমে!
কোথায় গেলে পাবো তারে প্রায়শ্চিত্তের তরে!?
কোথায় গেলে পারের মিলবে কড়ি? ভেড়াবো তরী
হলাহল কোলাহল থেকে দূরে, অনেক দূরে!
কেউ কি বলতে পারো আমায়, দিতে পারো সেই ঠিকানা!
যেথায় আমার আমির মাঝে হ'য়ে যাবো আমিহারা!!
( লেখা ৫ই এপ্রিল, ২০২০)

No comments:

Post a Comment