Powered By Blogger

Friday, April 5, 2024

উপলব্ধিঃ পাপের ঘড়া।

আমার প্রিয় গুরুভাইবোন,

পাপের ঘড়া সুন্দর! ভয়ংকর সুন্দর! অপূর্ব! বীভৎস অপূর্ব!!
যতদিন না অত্যাচারীর পাপের ঘড়া পূর্ণ হচ্ছে যদি বাঁচতে চাও তবে ততদিন নামময় হ'য়ে নামের খোলসে ঢুকে থাক। তার ১০০টা পাপ পূর্ণ হ'তে দাও। মুখ বুঝে সহ্য করো, ধৈর্য্য ধরো, আর তার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। এই অবসরে তোমার কাজ কি সেটা জেনে নাও আর তুমি স্থির অস্খলিত নিষ্ঠায়, অচ্যুত একাগ্রতায় তা'ক'রে যাও, কোনওদিকে তাকিয়ো না। শয়তানের কাজ শয়তানকে করতে দাও আর ভগবানের কাজ ভগবানকে দাও করতে। বিচারক হ'তে যেও না, কিন্তু অন্যায়কারীর অন্যায়কে প্রশ্রয় দিও না আর অন্যায়কারীর পৃষ্টপোষকদের থেকে দূরে থাকো; তাদের ভালোবাসো, কিন্তু মাখামাখি ক'রে সাপের মতো তাদের গলায় জড়িয়ে ধ'রে নিজের বিপদ নিজে ডেকে এনো না। কারণ তুমি মহাদেব নও যে তুমি গলায় বিষ ধারণ ক'রে রাখবে। আবেগে ভেসে গিয়ে জেনেবুঝেই হ'ক আর না-জেনেই হ'ক তাদের ভুলকে, তাদের অন্যায়কে প্রেম ভালোবাসার দোহাই দিয়ে সাপোর্ট ক'রে সত্যকে, সৎ কে স্যাক্রিফাইস ক'রো না। জেনেবুঝে যদি বিষ পান করতে ইচ্ছে করে মহান সাজার বেকুবিতে তবে তা ক'রে নিজেকে যদি স্যাক্রিফাইস করতে ইচ্ছে করে তা ক'রো কিন্তু সত্যকে, সৎ কে করতে যেও না; এ কথা মনে রেখো। যদি জেনেবুঝে আগুনে হাত দিয়ে হাত পোড়াতে চাও পোড়াতে পারো কিন্তু আগুনকে দোষ দিও না, সত্য বা সৎ কে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ো না। তোমার পাঁঠা তুমি মাথায় কাটবে কি ল্যাজে কাটবে তা তোমার ব্যাপার, তুমি ঠিক করো।
আর তুমি যদি নিজে বেঁচে না থাকো তবে অন্যায়কারীর অন্তিম দেখবে কি ক'রে? বিধি থেকে বিধাতা। বিধাতা নিজের বিধিতেই বাঁধা থাকে। বিধির বাইরে তিনি নিজেই যেতে পারেন না। সৃষ্টির প্রয়োজনেই বিধির দাবীতেই সৃষ্টিকর্তা বিধাতা ক্বচিৎ বিধির ট্রান্সফর্ম ঘটান মাত্র, নতুবা বিধির লিখন অলঙ্ঘ্যনীয়। তা ঘটবেই ঘটবে।
তাই, যদি শয়তানের শয়তানির হাত থেকে বাঁচতে চাও, দেখতে চাও তার পরিণতি তবে আগে নিজেকে শয়তানের হাত থকে রক্ষা করো, বাঁচিয়ে রাখো শয়তানের ১০০টা অপরাধ শেষ হওয়া পর্যন্ত। তারপর দেখতে পাবে দয়ালের ভয়াল রূপ! পাপের সোনার ঘড়া দেখতে বড়ই সুন্দর, অপরূপ কিন্তু সেই সুন্দর অপরূপ ঘড়ার ভিতরে ঘড়া ভর্তি ভয়ংকর দূর্গন্ধ যুক্ত গা ঘিন ঘিন ও শিরশির করা বীভৎস আকৃতির সব ঘায়ে ভর্তি পাপ কিলবিল করছে। দেখতে পাবে সেই পাপের দুর্গন্ধে, বিষে, বিষাক্ত হাওয়ায়, সংক্রামক ব্যাধির ভারে সে নিজেই তার ভয়ংকর শেষের সেদিনে মুখ থুবড়ে পড়ে আছে তার পাপের ঘড়া বুকে নিয়ে তার পাপ ভূমিতে।

আর যদি নিজেকে নিজে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে না-পারো তাহ'লে তুমিই শেষ হ'য়ে যাবে শয়তানের হাতে। দেখতে পাবে না ভগবানের হাতে শয়তানের অবশ্যম্ভাবী নির্ম্মম শেষ করুণ পরিণতি। পাবে না দেখতে সেদিন দয়ালের ভয়ংকর ভয়াল রূপ। বৃথা যাবে এ জীবন।
( লেখা ৬ই মার্চ,২০২৪ )

No comments:

Post a Comment